আমাদের কথা খুঁজে নিন

   

হায় অভাগী



দুঃখ বিলাস ভাবনা যে তোর নিত্য খোঁজে মনিকোঠা প্রমানিত প্রলেপনে ভুলে থাক আপন কথা আমার আছে ছোট্ট ডিঙ্গি তাকে নিয়েই কানামাছি নীলকন্ঠ হয়ে আমি নীরদখন্ডে তাকিয়ে থাকি তোর তনুর ওই গহনা গুলো ওজন নিয়ে তোকেই চাপে বসে থাকিস সেই ভারে তে ভাড় হয়ে তাই থাকিস বসে আমি যে এক পাগলা জগা রাবন চিতা বুকের মাঝে তোর দেয়া সেই তুষানল বিলিন হলো তারি মাঝে কি সুখ পেলি এমন করে সুখপাখি তুই বন্দী খাঁচায় দাঁত চেপে তুই কষ্ট নিলি কাতর যে সেই রমণ ব্যাথায় হায় অভাগী মন পোড়ালী দাবানলে ঘর পোড়ালী দুঃখে বুকের মাঝে তুতপোকা তোর হৃদয় কাটে সুখে । অন্য ব্লগে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।