আমাদের কথা খুঁজে নিন

   

জোর করে বাঙ্গালী সাজা যায় না....



আমার চাচার বাসা সাভার ক্যান্টনমেন্টের ভিতরে। আর্মির চাকুরী করার কারনে ফ্যামিলি নিয়ে কোয়ার্টারেই থাকেন। হাতে সময় পেলে মাঝে মাঝে সেখানে যাই। গতকাল পহেলা বৈশাখ উপলক্ষ্যে ছুটি পাই তাই চাচার বাসার উদ্দ্যশ্যে রওনা দিলাম কিন্তু নবীনগরের কাছাকাছি গিয়েতো অবস্থা খারাপ, বাস সামনের দিকে এগুচ্ছেইনা, শুধু মানুষ আর মানুষ,অধিকাংশের পড়েনেই বৈশাখী পোষাক,ভালই লাগছিল দেখতে কিন্তু মাঝে মাঝে এমন সব দৃশ্য চোখে পড়ল যে নিজে একা একা হাসতে শুরু করলাম,সাথে বসা প্রায় সমবয়সী লোকটা আমাকে প্রশ্ন করলো আমি হাসছি কেন...আমি তারে কেমনে কই যে..ঐ মহিলাটার চোখের কাজল মুখের লিপস্টিক আর কপালের ঘাম এই তিনে মিলে যে নতুন রুপের সৃষ্টি করেছে তা যদি আপনি দেখতেন তাইলে তোমিয়া আপনি হাসতে হাসতে হার্টফেইল করতেন। টানা ৪৫ ‍মিনিট বসে থাকলাম, হঠাৎ দেখি একটি ১৫-১৬ বছরের মেয়ে বৈশাখী শাড়ি পড়েছে কিন্তু এটাই প্রথম তা দেখেই বুঝাযায়, পেছন থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।