আমাদের কথা খুঁজে নিন

   

যদি তোর ডাক শুনে কেউ না আসে

সাহস থাকলে সকলের সত্য বলা উচিত, মিথ্যা দিয়ে সত্যকে পরাজিত করা যায় না।

নববর্ষ মানে আলাদা অনুভূতি। বিশেষ করে ঢাকা শহরে এতো বড় উৎসবের আমেজ আর লক্ষ্য করা যায় না। চারিদিকে সাজসাজ রব। বাতাসে কাঁচা আমের গন্ধ।

ললনারা সেজেছে নতুন সাজে। পুরুষের গায়ে শোভা পেয়েছে হরেক রকম পোশাক। এমন দিনে মনের মানুষকে নিয়ে কার না বেড়াতে মন চায়? অবশ্য এমন ভুল কেউই হয়ত করে না। আর তাইতো তরুণ-তরুণী, বয়োবৃদ্ধ, শিশু-কিশোর সহ সকল স্তররের মানুষের মিলণমেলা বসেছিল রমণা পার্ক, টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো ঢাকা শহরে। সমস্যা সেখানে নয়, বাইরে ঘুরতে বের হয়ে নিজের এ শূণ্য মন্দির নিয়ে খুবই কষ্ট পেয়ছি।

কারণ সম্ভবত আমিই একা বের হয়েছিলাম। তাই একলা চলাই যথার্থ মনে করলাম। জানি না কবে এর অবসান হবে................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।