আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দাও লিংকের সাহায্য পোস্ট প্রসঙ্গে

মধ্যবিত্ত পরিবারের মধ্যম ছেলে। টিপিক্যাল মধ্যবিত্ত আবেগ নিত্যসঙ্গী। তার ভিতরও নিয়ম ভাঙ্গার চেষ্টা করি মধ্যবিত্ত আচরণ দিয়েই.............

ব্লগে বিভিন্ন সময় কারো অসুস্থ্যতায় সাহায্য চেয়ে বিভিন্ন পোস্ট আসে, ব্লগাররাও সামাজিক দায়বদ্ধতা থেকে সাহায্য চাওয়া পোস্টগুলোতে তাদের প্রতিক্রিয়া দেখান। আমি জানিনা কিভাবে এটাকে ভেরিফাই করা হয় যে উল্লিখিত ব্যক্তির সত্যই সাহায্য প্রয়োজন বা সংশ্লিষ্ট ব্লগার কোনো অসৎ উদ্দেশ্যে এই সাহায্য নাটকের (এভাবে বলার কারন বাস্তব জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতা) অবতারণা করছেন কি না? যেমন এখানে হাত বড়িয়ে দাও লিংকে যে পোস্ট গুলো ঝুলছে তার প্রথম দুটি পোস্ট খুবই সাম্প্রতিক, তাই এ পোস্ট দুটোর আপডেট হয়তো তাড়াতাড়িই জানতে পারবো । কিন্তু বাকী পোস্টগুলো নিয়ে কয়েকটা কথা আছে।

তৃতীয় পোস্ট: একটি ছেলেকে বাঁচাবার আকুতি নিয়ে এসেছি.......(সাহায্য পোষ্ট) যেখানে সমাপনকে বাঁচাবার জন্য দরকার বলে উল্লেখ করা হয়েছে ১৫ লাখ টাকা। লেখা হয়েছে: ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৮ শেষ আপডেট: ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৫ আবার ২৩ তারিখেই এই সংক্রান্ত শেষ পোস্ট দেয়া হয়। মাননীয় মডারেটরকে আমার অনুরোধ‍! ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬ যাতে উল্লেখ করা হয় সমাপনের জন্য ১৩ লাখ টাকা জোগাড় হয়ে গিয়েছে আর ২ লাখ টাকা লাগবে। এরপর, এখন পর্যন্ত এই লেখকের ৪টি পোস্ট রয়েছে যাতে এই সাহায্য সংক্রান্ত কোনো আপডেট নেই। চতুর্থ পোস্ট: জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে ঝিনাইদহের যুগ্ম জজ জামিউল চিকিৎসার জন্য লাগবে ৫০ লাখ টাকা লেখা হয়েছে: ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৯ হেডিংয়ে ৫০ লাখ টাকা লেখা থাকলেও ভেতরের কন্টেন্ট অনুযায়ী তার প্রয়োজন ২০ লাখ টাকা এরপর এখন পর্যন্ত একই লেখক ৩২টি পোস্ট দিয়েছেন।

যার ভিতর অন্য আরেকটি সাহায্যের আবেদন রয়েছে। এবং এক্সিস্টিং সাহায্য পোস্টের কোনোই আপডেট নেই। পঞ্চম পোস্ট: চার বছরের এ শিশুটির এখন দৌড় ঝাপ আর খল খল করে হাসবার কথা ছিল! লেখা হয়েছে: ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:১৬ যেখানে বলা হয়েছে আফরার জন্য প্রয়োজন ৩০ লাখ টাকা এবং আফরার সাহায্যে এগিয়ে আসার জন্যে সবাইকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। lekhলেখা হয়েছে: ২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:২৪ যেখানে বলা হয়েছে আফরার জন্য ৩০ লাখ ৯৬ হাজার টাকা জমা হয়েছে। এখনও এই পোস্ট হাত বাড়িয়ে দাও এখানে থাকার মানেটা কি? ষষ্ঠ পোস্ট আপনাদের সহযোগীতার অপেক্ষায় একটি জীবন - আপডেটেড ২৮ ডিসেম্বর বিকাল ৬:২২ লেখা হয়েছ: ২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪০ যাতে বলা হয়েছে ২রা জানুয়ারীর ভিতরে ৩৪-৩৫ লাখ টাকার প্রয়োজন।

কিন্তু পোস্টের শেষের আপডেটের টাইম দেখা যাচ্ছে সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮ যেখানে তার শেষ অবস্থা সম্পর্কে কোনো আপডেট পাওয়া যায় না। এবং এই পোস্টের লেখকের আর কোনো লেখাও নেই। এটাই শেষ লেখা। সপ্তম পোস্ট: সাব্বির কি বাঁচবে??? উত্তর আপনাদেরই কাছে...(আপডেটেড) এই পোস্ট দেখতে গিয়ে সবচে মজার সিচুয়েশনে পড়লাম। এই লিংকে ক্লিক করলে যে পেজটা আসে তাতে লেখা এই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।

সাথে ঐ লেখকের ব্লগেও গেলাম। এবং আরেক দফা অবাক হলাম। সেখানে এই ৮ই এপ্রিল পর্যন্ত প্রকাশিত কোনো লেখাতেই সাহায্য পোস্ট সংক্রান্ত কিছুই নেই!!!!!! মনেহয় এখন সময় এসেছে এসব ব্যাপারে সতর্ক হবার। যাতে ব্লগারদের মানবিক বোধ এবং দায়বদ্ধতাকে পুঁজি করে কেউ তার অসৎ উদ্দেশ্যকে সফলকাম না করতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।