আমাদের কথা খুঁজে নিন

   

ভয় ভয় ভয় ...............। হিহিহিহ ......।

আহা জীবন

এইবার শীত এ প্রিথিলা রা তার আম্মুর গ্রামের বাড়িতে গিয়েছিল। মানে তার নানুর বাসায় । হঠাৎ করে ই যাওয়া হয়েছিল তাই নানা নানু এবং মামারা কিছহু জানত না। ওরা আমাদের দেখা অনেক খুশি হয়েছিল। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল।

নানুদের বাসায় একটা ছেলে কাজ করে নাম রাহাত । ১৯ বছর হবে তার। আমরা যাওয়াতে নানু ওই ছেলে কে বাজারে পাঠাল সন্ধ্যা বেলা। ছেলে টা একটা হারিকেন নিয়ে বাজারে গেল। বাইরে তখন অনেক বাতাস ছিল।

তো রাস্তা দিয়ে যাবার সময় বাতাসে হারিকেন টা নিভে গেল এবং উড়ে গেল। রাহাত এতে অনেক ভয় পেল। রাহাত কে জানি কে বলেছিল যে, কবরস্থানে ভুত পেত্নি থাকে না। ওরা ওইখানে যেতে পারে না। ওইটা অনেক পবিত্র স্থান।

এই জন্য সে গ্রামের কবরস্থানের ভিতরে গিয়ে বসে রইল। রাহাত অনেক ভয় পাচ্ছিল । তখন ওই রাস্তা দিয়ে কবরস্থানের পাশ দিয়ে আমার দুই মামা আসছিল টর্চ লাইট নিয়ে। রাহাত ওদের কে দেখতে পেল। ওরা রাহাত কে দেখে নি ।

রাহাত ওদের কে দেখে ডাক দিল। রাহাত বলল " ওই কাক্কু আমারে লইয়া যান" । এই কথা শুনে তো মামারা অনেক ভয় পেল কারন ওরা মনে করেছিল কবর থেকে বুঝি ওদের কেউ ডাকছে। ওরা তো ভয়ে দৌড় ........................।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।