আমাদের কথা খুঁজে নিন

   

প‌্যারোডী

I'm the king in the reign of fire

তোমরা মঙ্গল দীপ জ্বালিওনা, ধূপ জ্বালিওনা আতর আর লোবান জ্বালাও রে দীপ ধূপ জ্বালিলে মনে পইড়া যায় একদিন বাঙ্গালী ছিলাম রে। তোমরা চন্দন পড়িওনা, সিদুর টিপ পড়িওনা ঘোমটা দিয়ে পর্দা কররে চন্দন সিদুর পড়িলে মনে পইড়া যায় একদিন বাঙ্গালী ছিলাম রে। তোমরা মালা পড়িওনা, মঙ্গল সূত্র পড়িওনা গলাতে তসবি ঝোলাও রে পূতির মালা পড়িলে মনে পইড়া যায় একদিন বাঙ্গালী ছিলাম রে। তোমরা পৈতা পড়িওনা, রিবন বাধিঁওনা ১২ চান্দের তাবিজ বান্ধ রে পৈতা রিবন বাধিঁলে মনে পইড়া যায় একদিন বাঙ্গালী ছিলাম রে। তোমরা মেলায় আসিওনা, নৃত্য গীত করিওনা ওয়াজ আর মিলাদ পড়রে মেলার গান শুনিলে মনে পইড়া যায় একদিন বাঙ্গালী ছিলাম রে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.