আমাদের কথা খুঁজে নিন

   

শুভ নববর্ষ- ১৪১৭ ! পহেলা বৈশাখ মানে নতুন বছর মানে নতুন কিছু !

নিজেকে জানুন................

সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা । পহেলা বৈশাখ আসলেই সবার মনে জেগে উঠে আনন্দের জোয়ার । পহেলা বৈশাখের অর্থ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম যেমন,একজন সাধারন খেটে খাওয়া মানুষের কাছে আট দশটা দিনের মতই অর্থাৎ সকালে উঠা মাঠে গিয়ে ফসলের যত্ন নেওয়া । আর একজন সমাজের উচ্চ স্তরের মানুষের কাছে এক সপ্তাহ আগে থেকে বৈশাখী কেনা কাটা করা ,পহেলা বৈশাখে সকাল বেলা পান্তা ভাত খাওয়া ফ্যামিলিদের নিয়ে ঘোরা । একজন রাজনীতিবীদের কাছে জনগনকে সুন্দরভাবে পহেলা বৈশাখ পালনের আশ্বাস দেওয়া এবং একদিনের জন্য হল ও বাঙালী সাজা ।

এবার আসি আমাদের তরুন সমাজের কাছে যাদের দিকে তাকিয়ে আছে আমাদের দেশ ও জাতি । তরুন সমাজের অনেকেই হয়ত বা বেরিয়ে পড়ে বন্ধু-বান্ধবদের নিয়ে সকাল বেলা পান্তা ভাত খাওয়ার জন্য ও সারা দিন জুড়ে আড্ডা মারার জন্য । আর এদিকে লাভার কাছে মনে হয় আসছে বৈশাখ কি উপহার দেওয়া যায় এবং বাসন্তী শাড়ী পড়ে বয় ফ্রেন্ড এর সাথে ঘোরা । একটি সত্য ঘটনা বলি কয়েক দিন আগে কয়েকজন বন্ধু মিলে বাজারে যাচ্ছিলাম উল্কাতে করে । ড্রাইভারের সাথে কথা বলছিল ,ড্রাইভার সাহেব একসময় বললেন যে,পহেলা বৈশাখের দিনে এক লাভার বুকিং দিছে আটশত টাকা এবং ঔদিনের জন্য ইতিমধ্যে পর্দা বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে ।

ভাবুন পহেলা বৈশাখ কে আমরা কে কিভাবে গ্রহন করি । আসুন আমরা পহেলা বৈশাখ থেকে শুরু করি নতুন এক জীবন এবং সত্য ও সুন্দর একটি সমাজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।