আমাদের কথা খুঁজে নিন

   

লেভেল-৩ শেষ করার এক দিনে (ফানপোস্ট, ইঞ্জিনিয়ারদের অবশ্যপাঠ্য)

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

গত কয়েকদিন ধরে বন্ধুরা ডিপার্টমেন্টে টি-শার্ট বানানোর জন্য আলোচনা করছিল। ডিজাইন চাই ডিজাইন, নতুন ধরণের কনসেপ্ট নিয়ে টি-শার্ট হবে। আমি এক ফাঁকে প্রস্তাব করে বসলাম, ডাটা কমিউনিকেশন আর অপারেটিং সিস্টেমের ক্লাসে আমাদের সানগ্লাস চোখে ঘুম আর লেকচার খাতা ভরে ওঠা কাব্যে সাজিয়ে তুলতে হবে এই টি-শার্ট। প্রস্তাব সানন্দে গৃহীত হল। এখন কাব্য বাছাই পর্ব।

সাতটা অণুকাব্য বা মিনিকাব্য বাছাই হল সবার লেকচার খাতা একসাথে করে। এগুলো যাবে টি-শার্টের পেছনের দিকে, দুই হাতায় থাকবে ব্যাচ, ডিপার্টমেন্ট আর বিশ্ববিদ্যালয়ের নাম। এখন সমস্যা বাধলো টি-শার্টের ফ্রন্ট সাইড নিয়ে। একেকজন একেকরকম মতামত নিয়ে এগিয়ে এল। কেউ বলল একটা ইনফাইনাইট লুপের ভিতর প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে ডাটা কমিউনিকেশন আর অপারেটিং সিস্টেম ক্লাস করতে চাই না এই মহান দাবী উত্থাপন করতে, কেউ বলল, বাল-ছাল আর চোর-চোট্টায় চুয়েট ভইরা গ্যাছে এই অমর বাক্যকে শ্লোগান করতে, কেউ এত ঝামেলায় না গিয়ে বাইনারি স্ট্রিং দিয়ে সরকারকে ডিজিটাল গালি দেয়ার কথা বলল..........আরও অনেক মতামত সংগৃহীত হল।

সিদ্ধান্ত হল শেষপর্যন্ত যে যেহেতু অণুকাব্যের টি-শার্ট হচ্ছে সেহেতু ফ্রন্টে স্যারদের মধুমন্ডিত একখানা বাঁশ দিতে হবে। কী হবে? একখানা রসালো ছড়া চাই। সিদ্ধান্ত গৃহীত হওয়া মাত্রই সৌভাগ্যবশতঃ অপারেটিং সিস্টেম ক্লাস শুরু হল , এবং সবাই নিজ নিজ টেবিলে বসে আপন কাব্য প্রতিভার বিকাশে লিপ্ত হল, শংকর, অতনু, কান্তিষ, সা'দ, আমিনুল এবং আরও কেউ কেউ কাব্য টাব্যর ঝামেলায় না গিয়ে ঘুমিয়ে গেল। সানগ্লাস চোখে সবারই, সবারই নাকি একসাথে চোখ উঠেছে! ক্লাসে নির্বিঘ্নে ঘুমানোর জন্য সানগ্লাস টেকনিক আবিষ্কৃত হওয়ার পর থেকে চুয়েটের ছাত্রদের মাঝে চোখ উঠা রোগ ভীষণ বেড়ে গেছে ! ডেডলক ডিটেকশন, সেফ সিকোয়েন্স ফাইন্ডিং আরও কী কী যেন স্যার বলছিলেন অনর্গল, আমি আপন মনে ৫০ মিনিট ধরে এডিটিং সহ ডেলিভারি দিলাম নিচের ছড়াটা। যাচ্ছেতাই এই ক্লাসগুলো সব হচ্ছে বোরিং দিনকে দিন, ক্লাসে বসে ঘুমাই না হয় কাব্য লিখে কাটাই দিন! ইঞ্জিনিয়ারিং পড়তে এসে CUET দেখি এক গোয়ালঘর, ডিপার্টমেন্টের টেবিল ভরা সকল CT'র প্রশ্নোত্তর।

যায় না বলা কেউকে কিছু মনের সুখটা মিটিয়ে, লোডশেডিং আর শোকজ দেখেই যাচ্ছি জীবন কাটিয়ে। নাহ! নিতান্ত খারাপ হয় নাই, ক্লাসের পর আড়মোড়া ভেঙ্গে বন্ধুরা ভোট দিল এটাতেই। অতএব, এটাই যাচ্ছে আমাদের ব্যাচের লেভেল-৩ এন্ডিংয়ের স্মারক টি-শার্ট এর ফ্রন্ট সাইডে, মনে আশা, লেভেল ফোরে বা আখেরী লেভেলে যদি স্যাররা একটু আকর্ষণীয় ক্লাস নেন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।