আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ দেখা



কতো দিন আকাশ দেখি না স্বচ্ছ নীল আকাশ, মেঘলা নীল আকাশ অথবা তারা ভরা রাতের আকাশ। আজ আমি আকাশ দেখব। কিন্তু এ কি! আকাশ কি হারিয়েছে তার নীলাভ আভা? কোথায় সেই স্বচ্ছ নীল আকাশ? আবার যখন মেঘ করে আকাশে, মনে হয় যেন সেই দানবীয় মেঘ গ্রাস করতে চাইছে এই পৃথিবীকে। কিংবা যখন গভীর নিঃস্তব্ধ রাতে দেখি রাতের আকাশ, বিস্ময়ে হতবাক হয়ে যাই, পাই না খুঁজে চিরচেনা তারা। কোথায় হারালো জানি না। এই কি তবে আকাশের ধারা? কখনো তাকে যায় চেনা আবার কখনো সে অচেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।