আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে......

খেটে খাওয়া মানুষ- একটু ভাল করে বাঁচার জন্য ঘর ছেড়েছি

প্রত্যেক মানুষ তার জীবনে যা কিছু ঘটে তার জন্য নিজেই শতভাগ রেসপন্সিবল। এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি- এই মহাবিশ্বে কখনও কোন কারণ ছাড়া কিছু হয় না- সবকিছুর জন্য কোন এটা ক্রিয়া লাগে- ক্রিয়া নাই তো প্রতিক্রিয়া নাই- দুইটা জিনিস- এক পরিবেশ - আর আমার সেইটার ব্যাপারে আমার প্রতিক্রিয়া- এইটার উপরেই সবকিছু নির্ভরশীল- (এই ব্যাপরে দ্বিমত করলে আলোচনা করতে আমার আপত্তি নাই) এখন আমি দুইটা কাজ করতে পারি- এক পরিবেশের বিরুদ্ধে অভিযোগ - চারপাশের সব মানুষের বিরুদ্ধে অভিযোগ- সব কিছুর বিরুদ্ধে অভিযোগ- এই আশায় যে কোন এক মহাপুরুষ বা বীরপুরুষ মদনকুমার পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে এসে আমাদের সব অভিযোগ শুনে সব ঠিক ঠাক করে দিয়ে যাবে- দুই পরিবেশ যেমন আছে সেটা স্বীকার করে নিয়ে আমি যা চাই তা বাস্তবায়ন করার চেষ্টা করতে পারি- এখন আমি চেষ্টা করার পরও যদি আমি সফল না হই তাহলে আমি অন্তত বলতে পারব আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই- যদি চেষ্টা না করে মদনকুমারের অপেক্ষায় থাকি তাহলে যদি কোনদিন মদনকুমার না আসে তাহলে আমার শান্ত্বনা কি থাকবে? যখন আমরা সবাই স্বীকার করব আমাদের জীবনের উপর আমাদের নিজেদের নিয়ন্ত্রণ আছে এবং সেই হিসাবে সব কাজ করব তখনই শুধু আমরা সমস্যা থেকে মুক্তি পাব- এইটা আমি কখনই মানতে পারি না যে আমার বর্তমান অবস্থার উপর আমার কোন নিয়ন্ত্রণ নাই- আমি আমার ভাগ্য স্বীকার করে নেব? কোন চেষ্টাই করব না সেটা পরিবর্তনের? দেড় হাজার বছর ধরে আমরা শুনে আসছি- চেষ্টা না করলে আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না- কথাটা ব্যক্তি পর্যায়েও সত্য বলেই আমি মনে করি- এই কথাটা আমরা কবে যে বিশ্বাস করব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.