আমাদের কথা খুঁজে নিন

   

ভার্চুয়াল জগত এবং কিছু অপরিনত চিন্তা

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি..........

অনেক দিন কোন পোস্ট দিচ্ছি না... আজকে একরকম জোর করে বসেছি কিছু রেখার জন্যে কিন্তু কিছুই বের হচ্ছে না। বের না হয়াই তো স্বাভাবিক....কিলিয়ে কাঠাল পাকানো গেলেও কিলিয়ে হাত পাকানো যায় না। আমারো হাত পাকছে না....এত চমৎকার লেথা সব ব্লগে আসে সেখানে পড়েই তো কুলিয়ে উঠতে পারি না...নিজে কি লিখব আমরা হয়ত নিজেদের অজান্তেই একটা বার্চুয়াল সভ্যতা তৈরী করে ফেলছি.....অথবা হয়ত জেনেই করছি। আমরা এখানে প্রত্যেকেই একেকটা চরিত্রের ভুমিকায় আছি....সেক্সপিয়ারের সেই প্পৃথিবী নামক রঙ্গমঞ্চ থিয়োরী এখানেও ফলে যাচ্ছে। এ এক মজার ব্যাপার...সবাই আছে আবার কেউই নেই...যে যার মত কথা বলতে পারছে....ইচ্ছে মত গালাগালি করছে....আবার ভালো ভালো উপদেশও চলে আসছে।

আমরা সবাই সবার সাথে লিংকড আবার সবাই ছাড়া ছাড়া.....আলাদা ভাবে একতা বদ্ধ তৈরী হচ্ছে সম্পর্ক...যার ভিত্তি হল বাইট!! রাস্ট্রের বিত্তি গুলোর মধ্যে একটি ধরা হয় সংবাদপত্র কে....কেননা তথ্য এখন একটা শক্তি..আমাদের দেশের প্রেক্ষাপটে তো ভয়াবহ শক্তি। কোল্ড ওয়ারের সময় যেভাবে অস্ত্র দিয়ে প্রতিযোগিতাময় যুদ্ধ হত...এখন আমাদের দেশে সংবাদ সেই যুদ্ধে নেমেছে। কিন্তু সংবাদ এর এই শক্তি কিসে????? গনসংযোগ??? সাধারন মানুসের কাছে পৌছে যাবার ক্ষমতা.....বেশী মানুষের সাথে লিংকড মানেই বেশী শাক্ত??? তাহলে কি অতি নিকট ভবিষ্যতে এই "লিংকড" থাকার কারনেই ব্লগ এবং অন্যান্য স্যোসাল নেটওয়ার্ক এই শক্তিশালী অবস্থানে পৌছুবে না???? সংবাদপত্র এর সাথে এর পার্থক্য হল ফিডব্যাক......এই সব স্যোসাল নেটওয়ার্কে বা ব্লগে নিজের ফিডব্যাক দেয়ার ব্যাবস্থাটাই একে বেশী শক্তিশালী করতে সাহায্য করবে। কেননা মানুষ হিসেবে অত্যন্ত স্বাভাবিক ভাবেই "বলতে" চায়....এই বলার সুযোগ এবং তার প্রতুত্তর পাবার যে সম্পর্ক সেটা তেকেই মানুষ কোন কিছুর প্রতি আকৃষ্ট হয় বলে আমার বিশ্বাস..... যেহেতু আমি কোন বিষয়ে বিশেষজ্ঞ নই তাই সবটা হয়ত বুঝিয়ে বরতে পারব না। তবে আমি অনুভব করতে পারি আমরা আস্তে আস্তে একটা নতুন ভার্চুয়াল সভ্যতার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি যা এর নিজের বৈশিষ্টের কারনেই অনেক বেশী শক্তিশালী হয়ে উঠবে।

হয়ত আজকে আমরা সংবাদমাধ্যম কে যতটা শক্তিশালী দেখি তার চেয়েও বেশী..... এই ভার্চুয়াল জগতের স্বিদ্ধান্ত গুরুত্বপূর্ন প্রভাব রাখবে.....ভার্চুয়াল জগতের আন্দেলন বিপ্লব হবে রক্তপাত হীন কিন্তু ভয়াবহ.....দিনবদল রাতবদল সবটাতেই ভার্চুয়াল জগতের আধিপত্য থাকবে....হবে ভার্চুয়াল অবক্ষয়!! এ জগতটা- আকড়ে ধরা যাবে কিন্তু স্পর্শ করা যাবে না আমি তুমি আমরা....সবাই সবাইকে জানব... কিন্তু কেই কাউকে চিনব না... আমরা দিন এবং রাত কাটাবো একত্রে... কিন্তু আমরা কেউই কারো হব না.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.