আমাদের কথা খুঁজে নিন

   

আপনি যদি মেয়ে হন, আপনি কি বোরকা বা নেকাব পড়েন?

ফুলের সৌরভে সুরভিত কলমের কণ্ঠস্বর

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদেরকে নিজ ইচ্ছার বিরুদ্ধে বোরকা বা নেকাব পরতে বাধ্য করা যাবে না বলে ঢাকার একটি আদালত রুল জারি করেছে। আর এ নির্দেশের বাস্তবায়ন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে ঐ আদালত। মেয়েরা বা মহিলারা শিক্ষা প্রতিষ্ঠানে এইসব ইসলামী শালীন পোশাক পরবে কি পরবে না তা তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার বলে আদালতের নির্দেশে বলা হয়েছে। তিন জন বিচারক নিয়ে গঠিত ঢাকার হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করে। এ ছাড়াও ঐ আদালত সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা যাতে শিক্ষক বা উর্ধ্বতন কারো মাধ্যমে উৎপীড়ণ বা অবমাননার শিকার না হয় সে বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলেছে।

একইসাথে ঐ আদালত সারা দেশে ছাত্রী বা মহিলাদের ওপর যৌন উৎপীড়ন প্রতিরোধ করতে আদালতের নির্দেশিকা বা গাইড-লাইন বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা সচিবকে। এক বছর আগে বাংলাদেশের আদালত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে পুরুষ সহকর্মীদের মাধ্যমে মহিলাদের উত্যক্ত বা তাদের সাথে অশালীন আচরণ প্রতিরোধের জন্য একটি কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছিল। বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৯০ ভাগই মুসলমান। কিন্তু তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে হিজাব বা বোরকা পরা মহিলা বা ছাত্রীদের ওপর হয়রানি বৃদ্ধি পাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার বিভাগের ছাত্রীদের বোরকা বা হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া ও প্রতিবাদের ঝড় ওঠে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।