আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্নের ব্যান্ড !!



মিউজিক ছাড়া বিশেষ করে লাউড মিউজিক [নানা পদের ধাতব এবং পাথর] ছাড়া আমার পক্ষে বাচা অসম্ভব! নতুন নতুন মিউজিক এর অন্বেষন আমাকে নেট এ পর্ন ঘাটা থেকে বিরত রাখে, নতুন নতুন মিউজিক শুনে সময় অবসর কাটানো আমাকে বিভিন্ন ধরনের অপকর্ম থেকে বিরত রাখে!হয়ত আমি অন্য বন্ধু দের মত সিগারেট খেয়ে আর মেয়েদের টিজ করে বিকেল কাটিয়ে দিতাম-কিন্তু তা করা হয়না,প্রিয় ব্যান্ড গুলোর গান ঘেটেই কেটে যায় আমার সময়! ওজি,স্যাবাথ,মেইডেন,মেটালিকা,ডিও,জূডাস প্রিস্ট থেকে শুরু করে হালের এলওজি,সিওবি,ব্রেকিং সহ বিভিন্ন ব্যান্ডের গান ই যেন আমার খাদ্য! কুইন্ ও থাকে আমার লিস্ট এ,ডিপ পার্পল-মটলি ক্রু ও বাদ যায় না! আসলে রক/মেটাল গান একটা বিশাল গবেষনার খোড়াক দেয়- বিভিন্ন জানরার মধ্যে পার্থক্য বুঝা,বিভিন্ন সময়ের মিউজিক এর মধ্যে মিল-অমিল,কোন জানরা থেকে কোন জানরার উতপত্তি ইত্যাদি ইত্যাদি!যাই হোক,অলয়েজ ব্যান্ড নিয়ে ফ্যান্টাসি চলে আমার মনের ভেতর!!!!মনে মনে একটা ব্যান্ড বানিয়েছি,কাদের রেখেছি শুনবেন?? vocal: BRUCE DICKINSON (iron maiden/samson) sup.vocal and rhythm guitar: MAX CAVALERA (sepultura/cavalera conspiracy/soulfly) lead guitar: SLASH (guns n' roses/velvet revolver/slash's snakepit) sup.L guitar: DAVE MUSTAINE (megadeth/metallica) sup.L guitar: KERRY KING (slayer) sup.L guitar: KIRK HAMMETT (metallica/exodus) bass guitar: STEVE HARRIS (iron maiden) keyboard: TUOMAS HOLOPAINEN (nightwish/for my pain...) drums: JOHN DOLMAYAN (soad) কেমন হ্ল লাইন আপ টা?? এই ব্যান্ডের নাম টা এখনো ঠিক করিনি!! তবে হ্যা, ইয়ে মানে....এই ব্যান্ডের ম্যানেজার কিন্তুক আমি নিজেই ! ভালো কথা,আপনার লাইন আপ টাও দিয়ে দিন না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।