আমাদের কথা খুঁজে নিন

   

তুমি সেই কৃষকের রাজহাঁস

শব্দশিখা জ্বলে...

আ ব দু র র ব ইতিহাস। তুমি সেই কৃষকের রাজহাঁস। লোভে অযথা তোমার পেট চিরে কিছুই পাবে না। তার চেয়ে ঝিলিমিলি সরোবরে তোমার সাঁতার, জল খুঁড়ে গুগ্‌লি তোলা দৃশ্যের ভিতরে স্বাপ্নিক কৃষক পাবে স্বর্ণডিম। তখন সকল উৎস-অনুসন্ধিৎসা প্রেমিক-প্রেমিকা প্রতিভার হাত ধরে হেঁটে যাবে ক্যানেলের ধারে। চারিদিকে চিন্তা, বিবেক-বুদ্ধির ক্ষুধা জ্বলে উঠবে দাউ দাউ। উস্‌কে ওঠা ক্ষুধা নিয়ে ওদেরকে আসতেই হবে তোমার এ রুটির দোকানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।