আমাদের কথা খুঁজে নিন

   

চীন-মার্কিন বর্তমান সম্পর্ক !



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী সপ্তাহে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলনের পাশাপাশি চীনা প্রেসিডেন্ট হু জিন তাওয়ের সাথে বৈঠকে মিলিত হবেন। উভয়ের মধ্যে উত্তপ্ত বাগ-বিতন্ডার কয়েক সপ্তাহ পরে তারা এ বৈঠকে মিলিত হচ্ছেন। গত নবেম্বরে প্রেসিডেন্ট ওবামা বেইজিং সফরকালে প্রেসিডেন্ট হু জিন তাওয়ের সাথে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্য, মুদ্রা বিতর্ক, তাইওয়ান ও তিববত ইস্যুতে পরস্পরে দূরত্ব বজায় রেখে চলে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে উভয় দেশ আঞ্চলিক অভিন্ন স্বার্থে এসব বিষয়ের প্রতি পুনঃ মনোসংযোগ করছে বলে প্রতীয়মান হচ্ছে।

হু ওবামার সাথে শীর্ষ বৈঠকে মিলিত হবার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বেইজিং জাতিসংঘের ইরানের বিরুদ্ধে নয়া পারমাণবিক কর্মসূচি প্রশ্নে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ে অন্তত সংলাপের জন্য তাদের ইচ্ছার কথা জানিয়েছে। হোয়াইট হাইসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, ওয়াশিংটনে অনুষ্ঠানতব্য ৪৭ জাতি শীর্ষ সম্মেলনে আগামী সোমবার দু'নেতা সাক্ষাৎ করবেন বলে আশা করা যায়। প্রেসিডেন্ট ওবামা ঐ বৈঠকে অন্যতম বিষয় হিসেবে চীনা মুদ্রার ইস্যুটি উত্থাপন করবেন। আমেরিকান পদস্থ কর্মকর্তা এবং পার্লামেন্ট সদস্যরা মনে করেন চীন তার রফতানি বাণিজ্যকে অধিকতর আকর্ষণীয় করার উদ্দেশ্যে একতরফা কৃত্রিমতা আরোপ করে অনাকাঙ্ক্ষিতভাবে খবরদারি করতে চাচ্ছে।

গিবস বলেন, তাদের প্রেসিডেন্টের কথা অনুযায়ী প্রশাসন চীনের ওপর এ ব্যাপারে চাপ অব্যাহত রাখবে। তিনি বলেন, মার্কিন কংগ্রেসে চীনা মুদ্রার (ইউয়ান) কৌশল নিয়ে অসিহষ্ণুতা ক্রমশ বাড়ছে। কিছুসংখ্যক আইনপ্রণেতা নিষেধাজ্ঞার বিষয়টি অন্তভূক্তির জন্য আইনগত মোকাবিলার ঐক্যবদ্ধ হচ্ছেন। আলোচনা পর হোয়াইট হাউজ সূত্র জানায়, প্রেসিডেন্ট ওবামা ইরানকে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে তার সিদ্ধান্ত নেয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি এজন্য চীন-মার্কিন ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিও অধিক জোর দেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচ ভেটো ক্ষমতাধরের অন্যতম চীন-ইতোমধ্যেই ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটা জোরদার করেছে। নিষেধাজ্ঞা প্রশ্নে ইরানের ওপর শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার চেয়ে বরং পারস্পারিক সংলাপের মাধ্যমে সুরাহার জন্য পুণরায় গুরুত্ব দিয়েছে। কিন্তু জাতিসংঘের নিযুক্ত মার্কিন দূত সুসান রাইস গত সপ্তাহে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চীন বৈঠকে বসতে সম্মত আছে। উল্লেখ্য আগামী ১২-১২ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ শীর্ষ সম্মেলন। ওয়াশিংটন থেকে এএফপি:


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।