আমাদের কথা খুঁজে নিন

   

টেলি-ভীষণ: টকশো, লাইভ আর...?

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

দিনে টকশো, রাতে লাইভ। সবগুলো চ্যানেলে টক শো, আর লাইভ মোট কত ঘন্টা পার করছে টেলিভিশনের? 'হার্ড টক'-জাতীয় অনুষ্ঠান হলেও কথা ছিল। একটি চ্যানেলের 'তৃতীয় মাত্রা' টকশো ছাড়া আর কোন টকশো নিয়ে দর্শকের আগ্রহ বিপুল-তা হয়তো গবেষণার বিষয়। 'রাজনীতি'-আমাদের টিভি চ্যানেলগুলোকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে, এর বাইরে যেন কোনভাবেই বের হওয়া সম্ভব হচ্ছে না। সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা নিয়ে তেমন 'টকশো' লক্ষ্য করা যায়না কোন চ্যানেলেই।

আর হার্ড টক? কে বলবেন? কী বলবেন? হা ...? এই যে ঘন্টার পর ঘন্টা 'টকশো' চলে টিভিতে, দর্শকের মোট কত ভাগ সেখান থেকে বিনোদনের খোরাক পায় তা বলা না গেলেও এমন কথা বলা যায় যে, অনুষ্ঠানগুলো দেখেন 'নির্দিষ্ট' কিছু দর্শক-শ্রোতা। আমজনতার কথা চিন্তা করে টেলিভিশনের অনুষ্ঠান কতভাগ নির্মিত হচ্ছে তা চ্যানেলের অনুষ্ঠান প্রধানরাই ভাল বলতে পারবেন? বিরক্তিকর-মহাবিরক্তিকর 'টকশো'তে ছেয়ে গেছে টিভি পর্দা। একজন বিশিষ্ট নাট্যকারের এমন 'উক্তি' বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সময় পার হওয়া ছাড়া ঐসব টকশোগুলোতে তেমন 'মূল্যবান' কিছু পাওয়া যায় না। আর লাইভ অনুষ্ঠান? রাত ১২টার পর অধিকাংশ টিভি চ্যানেলে যেন রেওয়াজ হয়ে গেছে 'লাইভ' অনুষ্ঠান করার।

হাতেগোনা দু'একটি চ্যানেল ছাড়া বেশির ভাগ চ্যানেলই রাত ১২টার পর 'লাইভ' অনুষ্ঠান করছে সংবাদপত্র আর ...? কয়েকটি চ্যানেলতো আরও এক কাঠি সরস! তারা 'জনপ্রিয়তা' বা 'দর্শকের' কথা চিন্তা না করে ইচ্ছামতো যে কোন অনুষ্ঠান প্রচার করছে 'লাইভ' নাম দিয়ে। 'সরাসরি' এই অনুষ্ঠানে এমন কিছু কি প্রচার করা সম্ভব নয় যা দর্শকপ্রিয়তা পেতে পারে? এই প্রশ্নের জবাবও ভাল দিতে পারবেন চ্যানেলের অনুষ্ঠান প্রধানরা। কোন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্ষীয়ান সাংবাদিক বা অন্য কোন ব্যক্তিত্বকে নিয়ে আকর্ষণীয় 'লাইভ' অনুষ্ঠান তৈরি খুবই কি কষ্টের? কী বিষয় নিয়ে 'লাইভ' করা যায় দর্শকের মতামত চাইলেই তো হয়। সেখানে দর্শকের পর্ব থেকে এমন কিছু মজার বিষয় উঠে আসবে যা সত্যিকার অর্থেই হবে জনপ্রিয়। আসলে আন্তরিকতা বা মেধার তো বিকল্প নেই।

এ দুটো থাকলে কোন কিছুরই 'সমস্যা' হওয়ার কথা না। নির্দিষ্ট কোন অনুষ্ঠান নিয়ে এই লেখা নয়। সামাজিকভাবে একটি কথা বলা যায়-টকশো আর লাইভের 'সময়' কমিয়ে সেখানে অন্য কোন বিষয় নিয়ে অনুষ্ঠান নির্মাণ সম্ভব কী না-তা চ্যানেল কর্তৃপক্ষের কাছে ভেবে দেখার হবে কী? একইসঙ্গে অনুরোধ, মৌলিক পেশার অবহেলিত মানুষদের নিয়ে কিছু একটা করা যায় কীনা সেদিকটিও কর্তৃপক্ষ ভাববেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.