আমাদের কথা খুঁজে নিন

   

পাসপোর্ট অফিস-এর 'ফিডব্যাক ফর্ম'-এ কি লিখলাম??

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

প্রিয় মামা সরকারী অফিসে আফেনরা 'ফিডব্যাক' নেন, এইডা বালা কতা না। আফনেরা অইলেন গিয়া 'আমলা', আর করবেন কামলার মত কাম! এইডা কি ঠিক অইলো? গবমেন্টরে বাড়ি মারেন না ক্যান? পাবলিক আফনাগো সাতে থাকবো, সব সময়ে! ফিডব্যাক আফনেরা দিবেন না যানি। তাও একডা কতা কইবার জন্যে লিখতাসি। আমরা যারা বৈদেশে আইসিö আমাগো পাসপোর্ট কি ডিজিটাল করন লাগবো? আমাগো পাসপোর্টে যে ভিসা দিসে অইডা তো তাইলে মুইচ্ছা যাইবো। মামা, মারেন। কিন্তু এক্কেবারে পেটে লাথথি মাইরেন না। কি করুম মামা বুসতেছি না। বাচাইয়েন মামা। ইতি, নিষ্কর্মা-কর্ম-নাই!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.