আমাদের কথা খুঁজে নিন

   

হোষ্টিং বিজনেজ নিয়ে ধোকাবাজি !!!



আমি কখনওই ভাবিনি আমাকে এই ধরনের একটা পোষ্ট দিতে হবে। আমার ডাক নাম - মাহি - কেউ হয়ত চিনবেন আবার বেশীর ভাগই চিনবেন না। যাইহোক, আমি অষ্ট্রেলিয়া থেকে পড়াশুনা শেষ করার পথে । আমার সাবজেক্ট Designing & Programing. আমি, এমনি প্রায় ১। ৫ বছর হল ছোট -খাট হোষ্টিং ব্যবসা করে আসছি ।

এখন যেহেতু, পড়াশুনা শেষ পর্যায়ে তাই ভাবছিলাম এই ব্যাপারটা আরেকটু সিরিয়াস ভাবে শুরু করতে। সেই লক্ষ্যে কমে এবং ভালো প্রোভাইডার খুজছিলাম । কারন, আমার টার্গেট ছিল বাংলাদেশের তরুনদের কম মূল্যে ভালো সার্ভিস দেয়ার। এই মূহুর্তে আমার যাদের সাথে হোষ্টিং আছে তাদের মূল্যে অস্ট্রেলিয়াতে হয়তো ঠিক আছে কিন্তু বাংলাদেশে মার্কেট পাওয়া যাবে না। খুজে পেলাম - centriohost.com ।

কমের মধ্যে এদের রিসেলিং প্যাকেজটা ভালই মনে হল। কন্টাক্ট করলাম এদের লাইভ চ্যাট এ। জানতে পারলাম এদের কর্পোরেট অফিস আমাদের বাংলাদেশ এ। শুনে ভালই লাগল। নিজের দেশের লোকদের সাথেই কাজ করব।

সিদ্ধান্ত নিয়ে ফেললাম এবং "Professional" রিসেলিং এর প্যাকেজ কিনে ফেললাম তখনই। এদের কে পে করলাম পে-পালের মাধ্যমে 2CO তে। খেলা শুরু হল এর পর থেকে। আমার একাউন্ট রেডী হওয়ার পর ব্যবহার করতে গিয়ে দেখলাম এদের সার্ভার অনেক অনেক স্লো। মাঝে মাঝে ডাউন ও করছে ।

আমি নিশ্চিত এরা Over selling করছে । এছাড়া, এরা যে whms ব্যবহার করছে তা nulled. এছাড়া টাকা পে করার পরে মনে হল - কাষ্টমার ধরে রাখা নয়,টাকা নিয়ে লাথি মারাই এদের কাজ !! আমি ৬ দিন পরে সিদ্ধান্ত নিলাম টাকা রিফান্ড চাব। কারন, আমার সাইট খুবি স্লো এবং backend ই কাজ এ করা যাচ্ছিল না । এইবার শুরু হল মাষ্টার খেলা !! তারা, লাইভ চ্যাট এ আমাকে জানালো 2CO তে পে করলে নাকি তারা টাকা রি-ফান্ড দেয় না!!! আমি বললাম, এই টা কোথায় লেখা আছে তোমাদের T&C এ। তখন আমার সাথে খারাপ ব্যবহার শুরু করল।

তাদের সাথে আমার কথপখন পড়তে চাইলে এই খানে দেখতে পারেন - http://www.mediafire.com/?5gzd3gmg31z সবচাইতে খারাপ লেগেছে 2CO তে জানানের পরে এরা যা করল !! এরা 2CO কে বলল - "They person is also called to our LIVE SUPPORT - CALL CENTER number : [+88] 01719100395 and also talked with us with slang language. And he told on the phone that "we will cut down your penis" ... "you dont know who I am" .... "we are pakistani terrorist" ... "i'm stay at australia but we have underground link worldwide" ... "my boss will murdered you" etc etc. এই টা দেখার পরে আমার আর রুচি হল না এদের সাথে কথা বলার। আমি অবশ্য পে-পালের সাথে কন্টাক্ট করেছিলাম কিন্তু পে-পাল NON-TANGIBLE সার্ভিসের ব্যপারে কিছু করে না। সুতরাং, আমি USD 156$ ধরা খেলাম। একজন স্টুডেন্ট অবস্থায় এটা আমার কাছে অনেক টাকা । কিন্তু, এই মূহুর্তে এই টাকা ফেরত পাওয়ার কোন উপায় নাই।

তাই, ঠিক করলাম এদের বিরুদ্ধে লিখব। আমি দেশের বাইরে থাকি, আজ হোক কাল হোক আমি আমার ক্ষতি পুসিয়ে নিতে পারব। কিন্তু, এদের মত ফাউল এবং ধোকাবাজের কবলে পরে আমাদের সাধারন বাংলাদেশের ছাত্র অথবা যারা হোষ্টিং খুজছেন তাদের না সমস্যায় পড়তে হয় !! যারা, হোষ্টিং নিতে চাচ্ছেন বা ভবিষ্যতে নিবেন তারা অনুগ্রহ করে এটা অন্তত জেনে নিবেন কার সাথে আপনি যাচ্ছেন এবং তাকে চিনেন কিনা। এই টাই ছিল আমার বড় ভূল। আর, কেউ যদি এই ধোকাবাজদের বিরুদ্ধে আমার এই লড়াইয়ে সাহায্য করতে চান তাহলে এই খানে যান - http://www.whmcs.com/members/verifydomain.php এবং billing.centriohost.com এইটা লিখে verify করুন ।

দেখবেন, এদের লাইসেন্স নাই । এদের নামে রিপোর্ট করে দিন। এবং, আপনার পরিচত কাউকেই এদের কথা বলবেন না । অবশ্য চোর হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন । এছাড়া, এক বছরের জন্য যে কেউ যত খুশি যায়গা নিয়ে হোষ্টিং চাইলে আমাকে জানান।

আমি অই সব যায়গা ফ্রী দিয়ে দিব । কিন্তু, আমি আপনার সাইটের কোন দায়-দায়িত্ব নিব না। কষ্ট করে আমার লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.