আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ে

"স্বাগতম"

বিয়ে করে প্রেম, নাকি প্রেম করে বিয়ে নতুন অধ্যায় শুরু হয় স্বামী-স্ত্রী নিয়ে । বিয়ের আগে কত স্বপ্ন, বুক ভরা আশা বন্ধুদের সাথে কত মজা, প্রেম-ভালবাসা । কেউ মারে ছক্কা, কেউ হয় বোল্ড কেউ থাকে হট আবার কেউ থাকে কোল্ড । বিয়ে হয় গোপনে, বিয়ে হয় জানিয়ে কেউ করে ফাটিয়ে, এই করে পালিয়ে । গোপন বিয়ের আগেতে দুজনার কানাকানি, কোনভাবেই হয় না যেন বড়দের জানাজানি, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সম্মান টানাটানি ।

জানিয়ে বিয়ে করাতে থাকেনা অজানা, সাধারণত এ বিয়ে ঠিকভাবে হয় মানা, আকাশে-বাতাসে ভেসে ওঠে নানান গীতগানা । ফাটিয়ে বিয়ে হওয়াতে ফাটিয়ে মজা হয়, বার্ধক্যেও এ স্মৃতি থাকে আনন্দময়, ভালবাসার স্নিগ্ধ হাওয়া তাদের মনে বয় । পালিয়ে বিয়ে হওয়ায় বেশি গোলমাল চলে, প্রিমিক-প্রেমিকা দুজন-ই বুঝে মিথ্যে বলে, ধীরে ধীরে একসময় বাবা-মা’র মন গলে । বিয়ে করে বুড়োবুড়ি করে খোকাখুকি গ্রামাঞ্চলের বাল্যবিয়ে আমরা কি রুখি ? কতরকম চিনাচেতনা বিয়েকে কেন্দ্র করে কেউ কেউ আবার এর জন্য আত্মহত্যায় মরে । কতজনা ছ্যাঁকা খেয়ে রাখতে থাকে দাড়ি, বন্ধুদের মাঝেও চলে অনেক দিনের আড়ি, এ ব্যাপারে অনেকেই সমাধান দিতে পারি ।

কেউ পায় লজ্জা, কেউ পায় ভয় কতজনার যৌবন হয়ে যাচ্ছে ক্ষয় । কারো বিয়ে হয়ে যায় বেশ তাড়াতাড়ি এ ছড়া এখন কি শেষ করতে পারি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।