আমাদের কথা খুঁজে নিন

   

কার গাইড (Car guide) -০১

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

একটি গাড়ির শখ কার নেই? উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই গাড়ির সপ্ন দেখে। আমারও গাড়ির প্রতি অনেক আগ্রহ। একজন নেশাদার ড্রাইভার হিসেবে আমি যেসব গাড়ি চালিয়েছি বা যেসব গাড়ি সম্পর্কে জানি তা নিয়ে একটি সিরিজ পোস্ট শুরু করলাম। যাদের নতুন গাড়ি কেনার সামর্থ আছে তারা হয়ত হুট করে গাড়ি কিনে ফেলে, কিন্তু যাদের অঢেল অর্থ নেই তারা কম টাকায় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায়। আমার এই পোস্ট তাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস।

আজকের পর্বঃ টয়োটা করোলা ১৯৯০ মডেল javascript:void(1); আমাদের দেশের রাস্তায় চলার জন্য এটি এখনো খুবই ভালো একটি গাড়ি। সাধারনত এটিকে ইই৯০ বলা হয়। এটির ১৩০০ সিসি ও ১৫০০সিসি, ম্যানুয়াল ও অটো গিয়ার দুরকমের মডেলই আছে। আমি ১৩০০সিসি অল ম্যানুয়াল মডেলটি কয়েকদিন ব্যবহার করেছি। ঢাকা-সিলেট হাইওয়েতে আমি এ মডেলের গাড়ি ১৪৫ কিঃমিঃ স্পীডে চালিয়েছি।

ঢাকার রাস্তায় এটি খুবই ভালো চলে, মাটি থেকে হাইট অন্যান্য সিডানের চেয়ে একটু বেশী হওয়ার উচানিচা বা ভাংগা রাস্তায় চলাচলের জন্য অপেক্ষাকৃত কম অসুবিধা হয়। তাছাড়া সকেট জাম্পার ও স্প্রীংয়ের উপর আলাদা গ্যাটিস লাগিয়ে গাড়িটি উচাকরা যায়। তবে ইন্জিন কন্ডিশন খুব ভালো না থাকলে ১৩০০সিসি মডেলটিতে এসি ব্যবহার করা কঠিন। এই গাড়িটির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এটির স্পেয়ার পর্টসের দাম খুব কম এবং আমাদের এখানকার মেকানিকসরা এটির কাজ করতে এক্সপার্ট ফলে সহজেই যেকোন সমস্যা সমাধান করা যায়। গাড়িটির নিম্ন লিখিত মডল বাজারে পাওয়া যায় -> অল ম্যানুয়াল -> পাওয়ার স্টায়ারিং ও অন্যান্য ম্যানুয়াল -> পাওয়ার স্টায়ারিং, পাওয়ার উইন্ডো ও ম্যানুয়াল গিয়ার -> অল অটো এই মডেলের গাড়িতে কার্বুরেটর ও ইএফআই দুরকম ফুয়েল সিস্টেমের ইন্জিন হয়ে থাকে।

যেগুলো একটু আগের মডেল ৮৯ এর বা ৯০এর প্রথম দিকের সেগুলোতে কার্বুরেটর ইন্জিন আর যেগুলো ৯০ এর শেষ দিকের বা তার পরের সেগুলোতে ইএফআই ইন্জিন হয়ে থাকে। ইদানিং এ মডেলের গাড়ির জন্য ক্রিস্টাল হেড লাইট ও ইন্ডিকেটর লাইট পাওয়া যায়। ১৩০০ সিসি ম্যানুয়াল গাড়ির দাম প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা ১৫০০ সিসি অল পাওয়ার গাড়ির দাম প্রায় তিন লক্ষ টাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।