আমাদের কথা খুঁজে নিন

   

চীনের ঋণ মওকুফের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়।



সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফর শেষে বাংলাদেশকে দেয়া চীনের ঋণ মওকুফের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা সঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশকে দেয়া চীনের সব ঋণ মওকুফ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীর এই তথ্য সঠিক নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের মধ্যে গত ১৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রকাশিত যৌথ ইশতেহারে ঋণ মওকুফের ব্যাপারে কিছুই বলা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, চীনের প্রধানমন্ত্রী মৌখিকভাবে ঋণ মওকুফের কথা বলেছেন। তবে চীনা প্রধান মন্ত্রী সব ধরনের ঋণ মওকুফের কথা বলেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।