আমাদের কথা খুঁজে নিন

   

এতো দিন শুনেছি ছাগুরা ফেইক ছবি ব্যবহার করে, এখন দেখি শাহবাগীরা একই কাজ করছে

কোনো বাধাই আমাদের রুখতে পারবেনা ছাগুরা শুনেছি ভুয়া ছবি ব্যবহার , কিন্তু এবার ছাগুদের টেক্কা দিচ্ছে শাহবাগী পেইজগুলো ..কয়েকদিন আগে নারায়নগঞ্জে এসএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ছাত্রী সংস্থার ১৮ জনকে গ্রেপ্তার করে ...আর শাহবাগী পেইজগুলো সেটিকে একটি পত্রিকার নাম দিয়ে এডিট করে এই ছবিটি বানায় ছবিটি এখনো প্রজন্ম চত্বর পেইজে আছে প্রজন্ম চত্বর পেইজের ছবিটির লিঙ্ক হলো এটি এবার আসল ছবিটি দেখি এই নিয়ে একাত্তর টিভি রিপোর্ট ও করে রিপোর্টি ইউটিউবে না দেখলে ফেসবুকে দেখুন আজকে আবার শাহবাগের সাইবার যুদ্ব পেইজে সৈয়দ পুরের এক লোকাল রাজাকারের ছবি দিয়ে বলছে এটি নাকি গোলাম আজমের ছবি ছবিটির শাহবাগের সাইবার যুদ্বের পেইজে ছবিটির লিঙ্ক হলো এখানে কিন্তু আসল ছবিটি হলো এটি এটি হলো আসল ছবির লিঙ্ক যেখানে বলা হয়েছে the picture of local leader adresses a rally organised by the Pakistani Army. Most of the attendees are Biharis who sided with the army এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্বের স্বপক্ষের শক্তিগুলোর মিথ্যাচার ..এই রকম মিথ্যাচার না করে তরুণ প্রজন্মকে আকৃস্ট করতে বুদ্বিভিত্তিক কাজ করা উচিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।