আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে হিজাব নিসিদ্ধ...আল্লাহ একি দেখছি এ দেশে।

স্বপ্ন দেখতে ভালবাসি, বাস্তবতা কঠিন...

আজকের "আমার দেশ পত্রিকা"য় রাবিতে সমাজ বিজ্ঞান বিভাগে বোরকা নিষিদ্ধ খবর টি শুনে যেন চমকিয়ে উঠলাম। আমাদের দেশকি তাহলে পাশ্চাত্বের নোংরামির দিকে এগিয়ে যাচ্ছে, আর তাতে সহযোগিত করছে আমাদের মানুষ গড়ার কারিগর নামক কিছু হায়না... বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন চার জন শিক্ষক নিয়োগ পান, এর মধ্যে আমিনুল ইসলামকে বিভাগিয় সভাপতি দাঁড়ি না কাটা ও পান্জাবি-পায়জাম না পরার শর্তে নিয়োগ দেন। কিন্তু এখন সেই পথ ধরে সমাজ বিজ্ঞান বিভাগটিতে এর সভাপতি ড. একেএম শফিউল ইসলাম (নামের সাথে ইসলাম থাকলেও মনে হয় না তার ইসলাম সম্পর্কে কোন সচেতনতা আছে বল), এবং সদ্য নিয়োগ পাপ্ত শিক্ষক নাজমুল হকের ব্যাক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের বোরকা না পরে ক্লাসে আসার জন্য বলা হয়েছে। এমনকি বোরকা পরার জন্য ক্লাস থেকে বের করে দেয়া ও পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। ড. শফিউল ইসলাম এ বিষয় নিয়ে যারা নিউজ করবে তাদের দেখে নেয়ার হুমকি দেন। আমি চাইব তিনি যেন আমায় দেখে নেন!!। শুদু এদেশের ইসলাম প্রিয় মানুষদের জনাতে চাই ইসলামকি কারো ব্যাক্তিগত ধর্ম, যে যখন ইচ্ছা এর কোন বিধি-নিষেধে হস্তক্ষেপ করেব? এখনি আমাদের সচেতন হতে হবে নতুবা আগামী দিনে এর কবল থেকে রেহাই পাবেনা আমাদের বোনেরা................ হায় আল্লাহ তোমার কাছে এটাই শুধু চাই, অন্তত এ দেশটাকে তুমি তথাকথিত পাশ্চাত্ত কালচার থেকে রক্ষা কর....রক্ষা কর...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.