আমাদের কথা খুঁজে নিন

   

গানে গানে অধিকার আদায়ের দাবি

কালের স্রোত

ঘড়ির কাঁটা পাঁচটা ছুঁই ছুঁই। বসন্তের শেষ বিকেলের হালকা বাতাসের তালে তালে ও গানের সুরে সুরে নিজেদের অধিকার আদায়ের দাবি জানালো সুবিধাবঞ্চিত শিশুরা। আজ বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অপরাজেয় বাংলাদেশ ও চাইল্ড হোপ- এর যৌথ উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী দিবস ও বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত শিশু সমাবেশে এ দাবি জানানো হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দুই রঙ লাল ও সবুজ রঙের পোশাকে সজ্বিত হয়ে শিশুরা মঞ্চে আসে প্রতিদিন তোমায় দেখি সূর্যদয়ে, ও আমার বাংলাদেশ গানের তালে তালে নৃত্য পরিবেশন করতে করতে। এরপরই তারা সমাবেত গলায় গেয়ে উঠে কষ্টের কাজ আর করবো না, আমরা ছবি হয়ে কাঁদবো না, লেখাপড়া-খেলাধূলা চাই শৌশবে, আমাদের অধিকার দিতেই হবে। ফুল হয়ে উঠে সবাইকে আলোকিত করার প্রত্যয়ে পথ শিশু, কর্মজীবী শিশু, সাজাপ্রাপ্ত শিশু, ঝুঁকিপূর্ণ শিশু ও পতিতালয়ের পতিতাদের শিশুরা পরিবেশন করতে থাকে নাচ, গান, নাটক, বাচ্চাদের বক্তব্য প্রদান। তাদের এ সকল প্রতিটা কাজের মাধ্যমেই ফুটে উঠছিলো তাদের অধিকার চাওয়ার দৃঢ় প্রত্যয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.