আমাদের কথা খুঁজে নিন

   

আসেন এক থেকে দশ গোনা শিখি !



বাংলা আমাদের মাতৃভাষা, রাষ্ট্র ভাষা। এই ভাষায় আমরা সবকিছু শিখি। স্কুলে যাবার আগেই বাংলায় এক থেকে দশ পর্যন্ত গোনা শেখা হয়ে যায়। বাংলাদেশের ক্ষুদ্র অনেক নৃ গোষ্ঠীরই নিজস্ব ভাষা আছে। সেসব ভাষার সাথে অতিঅল্প একটা পরিচয়ের জন্য এক থেকে দশ পর্যন্ত গণনারীতি তুলে ধরা হলো- চাকমা ভাষা ১-এত, ২-দিত, ৩-তিতির, ৪-তিথ, ৫-কাচ, ৬-কতম, ৭-বোলাই, ৮-নিল, ৯-রাজা, ১০-দিন।

সাঁওতাল ভাষা ১-মিৎ, ২-বার, ৩-প্যা, ৪-পোর, ৫-মোড়ে, ৬-তুরুই, ৭-এয়াই, ৮-ইরাল, ৯-আরে, ১০-গেল। গারো ভাষা ১-খা, ২-সাগিন্ন, ৩-গিত্তাম, ৪-ব্রি, ৫-বংআ, ৬-দক, ৭-স্মি, ৮-চেত, ৯-স্ফু, ১০-চিকিং। ম্রো বা মুরং ভাষা ১-লাক, ২-প্রে, ৩-সোম, ৪-তা-জি, ৫-তা-গা, ৬-তু-রোক, ৭-রি-নিথ, ৮-রি-আও, ৯-তা-কো, ১০-হামতু। ত্রিপুরা ভাষা ১-সা, ২-নুই, ৩-থাম, ৪-ব্রুই, ৫-বা, ৬-ডোক, ৭-স্নি, ৮-চার, ৯-চিকুক, ১০-চি। রাখাইন ভাষা ১-তাইত, ২-হাইত, ৩-টমোন, ৪-লে, ৫-নগ্অ, ৬-ফ্রোওক, ৭-খুন হ্ণাইত, ৮-লি আইত, ৯-কো, ১০-টৃসে।

মনিপুরী ভাষা (মৈতেই) ১-আ মা, ২-আ নি, ৩- আ হুম, ৪-মারি, ৫-মানগা, ৬-তারুক, ৭-তারেত, ৮-নিপান, ৯-মাপান, ১০- ত রা। খাসিয়া ভাষা ১-বেই, ২-আর, ৩-লাই, ৪-ছও, ৫-ছান, ৬-হিনরিউ, ৭-হিন্নিউ, ৮-ফ্রা, ৯-কিনদাই, ১০-সিফিউ। কোচ ভাষা ১-স্বা, ২-নিং, ৩-তাম, ৪-ব্রি, ৫-বাং, ৬-ক্রোপ, ৭-সিন, ৮-গিন, ৯-গিনসা, ১০-চা। পাঙ্খোয়া ভাষা ১-খাক্কা, ২-পানিক্কা, ৩-ইনথুমকা, ৪-আনল্লিকা, ৫-রাঙাক্কা, ৬-রুক্কা, ৭-সারিক্কা, ৮-রিয়াতক, ৯-কোয়াক্কা, ১০-সমক্কা। তথ্যসূত্র-বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার ভাষা, ড.মাজহারুল ইসলাম তরু।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.