আমাদের কথা খুঁজে নিন

   

এই বছরের এপ্রিলফুল উপলক্ষ্যে গুগল প্রান্কগুলো



প্রতিবারের মত এবারো গুগল এপ্রিলফুল উপলক্ষ্যে নিয়ে এসেছে নানান প্রান্ক । তবে সংখ্যার দিক দিয়ে এবারই সবচেয়ে বেশী প্রান্ক হয়েছে । চলুন দেখে নেই এবারের প্রান্কগুলো: ১. Google Wave: আপনার একাউন্টে কোনওয়েভ আসলে গুগল একটা আস্ত মানুষই পাঠিয়ে দিয়ে আপনাকে , তার নোটিফেশন দিতে ! পিসির সামনে সারাদিন না থালেও ক্ষতি নাই । কয়েকজন নোটিফাইয়ারের ছবিও দেয়া হয়েছে, তার মধে একটা কুকুরও আছে ! বিস্তারিত: http://wave.google.com/getwavewave.html ২. YouTube: এবার ভিডিও দেখুন টেক্সট আকারে !!! এই সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান টাকা ও ব্যান্ডউইড বেচে যাবে । লেখার দ্বারাই সব ভিডিও দেখতে পারবেন ! বিস্তারিত: Click This Link ৩. Google Docs: এবার আপনার যা যা হারিয়ে যায় এমন, সব কিছুই রাখতে পারবেন Google Docs এ ।

চাবি , রিমোট, রেল টিকিট সব জমা রাখুন গুগলের ক্লাউড সার্ভারে । বিস্তারিত: Click This Link ৪. Google Books: Google Books এর নতুন সেবা । এটা দিয়ে বই থ্রিডি দেখা যাবে !! ৫. Google UK: গুগল এনড্রয়েডের জন্য নতুন এ্যাপ ছেড়েছে । এটা দিয়ে জীবজন্তুর ভাষা রুপান্তর করে মানুষের ভাষায় আনা যাবে !!! বিস্তারিত: Click This Link এছাড়াও অনেকে গুগলের নামে প্রান্ক ছাড়ছে , যেমন টেকক্রান্চ ব্লগ করেছে গুগল নাকি পারমানবিক কেন্দ্রের দিকে যাচ্ছে । তাছাড়া ক্রান্চগিয়ার লিখেছে গুগলের নতুন কিবোর্ড ড্রাম সেটের ব্যাপারে ।

বোনাস: উইকিপিডিয়া:উইকিপিডিয়ার হোম পেজে মজার একটি আর্টিকেল আছে , যার বিষয় বউ বিক্রি !!! এক লোক নাকি দু ডলারে তার বউকে বক্রি করেছে !!! বিস্তারিত: http://en.wikipedia.org/wiki/Main_Page গুগলের আগের প্রান্কগুলোর জন্য পড়ুন এই টিউনটি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।