আমাদের কথা খুঁজে নিন

   

সাংসারিক তাবিজ ! তোমার মনের.... আমি বুঝি।



আমাদের সমাজে শহর, গ্রাম, ধনী, গরীব এর পাথক্য বাড়ছে। এতে করে গ্রামের লোকগুলো আরো পিছিয়ে যাচ্ছে। এরা এখন ও ওঝা বইদ্যার কথাতে স্বামী, সংসার হারাচ্ছে, কক্সবাজার একটি গ্রামে গিয়ে দেখি গ্রাম্য সালিশ হচ্ছে, কারণ সামীর মাথার উপর তাবিজ ঘুরানোর সময় হাতে নাতে ধরা পড়েছে, ৫বছরের বউকে আর রাখবে না। মেয়ে কে জিজ্ঞাস করা হল এর কারণ কি? মেয়ে বলল মেয়ের মা কে অঝা নাকি বলছে মেয়ের জামাই শঋগ্রাই আর একটা বিয়া কবে। তার জন্য মেয়েকে ঘুমের মধ্যে স্বামীর মাথার উপর ৭দিন তাবিজ টা ঘুরাতে হবে।

ছেলেকে জিগাস করা হলো তোমার অসুবিধা কোথায়। ছেলে বলল আমাকে তাবিজ দিয়ে ঘুম পাড়িয়ে বাহিরে অন্য ছেলের সাথে দেখা করতে যায়। কোন ছেলে জান ? ছেলে বলে না। শুধু তাবিজের কারণে ৫বছরের সংসার শেষ। এরকম আরো ঘটনা আছে।

ওঝা ব্যইদ্য কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। সমাজের এ গুণে পোকা ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বন্ধ করতে হবে এ ওঝা বইদ্যার কান্ড। সবাই ভালো থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।