আমাদের কথা খুঁজে নিন

   

বোবা-কান্না উঠোনে ঝরাপাতা -১

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ।।

হৃদয়ে জল-জলাভূমির ঘ্রাণ তীব্র হলে আমরা পারিজাত পাখী রূপ ধরি, কলমী-থানকুনির ভাঁজে ভাঁজে খুঁজি জলপিপি আর ঘাসফড়িংয়ের আবাস । চরাচরে আমরা তখন বুনোহাঁস ডানা ঝাপটায়ে সুদূরের স্মৃতি কই প্রতিজনে। তীক্ষ্ণ দু-পায়ের নখরে গুঁজে রাখি উদ্বৃত্ত ইতিহাস। হৃদয়ে জলাভূমির ঘ্রাণ তীব্র হলে আমরাতো চাঁদবেনের দুঃখ কাতর একেকটি বোবা উপকথা, মা মনসার পানে মাথা ঝুঁকে কই- " মাগো! এই নাগ-নাগিনীর খেলা ভেঙ্গে দে মা, দে অভিশাপ সব ধুয়ে, আমরা কটা দিন ফণা তুলে বাঁচি জলাভূমি ছাড়া হৃদগন্ধ ছাড়া...." ২৮/০৪/২০০৬ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত "Sweet Chat" by Hsi-Mei Yates)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।