আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন উবুন্টুর লাস্ট ভার্সন ১০.০৪ এর ম্যানুয়াল।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
কয়েকদিন আগে রিলিজ হয়েছে উবুন্টু ১০.০৪ বেটা। শুনা যাচ্ছে উবুন্টু ১০.০৪ হবে উবুন্টুর অন্যান্য ভার্সন গুলির চেয়ে বেশী সুবিধা নিয়ে। বিভিন্ন ব্লগ থেকে জেনেছি উবুন্টু ১০.০৪ এর ম্যানুয়াল পাওয়া আসছে খুব শীঘ্রই কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আজ খুঁজে পেলাম Getting Started with Ubuntu 10.04 নামাক পিডিএফ ফাইলটি। খুবই সাবলীল ভাষায় লেখা এই ম্যানুয়ালটি পড়লে উবুন্টু ১০.০৪ সম্পর্কে অনেক কিছু জানা যাবে। যে যে বিষয় গুলি ম্যানুয়ালে তুলে ধরা হয়েছে : * Prologue * Installation * The Ubuntu desktop * Working with Ubuntu * Hardware * Software Management * The Command Line * Security * Troubleshooting * Learning more * License * Glossary * Credits * Index ডাউনলোড লিংক : ডাউনলোড করুন “উবুন্টু ১০.০৪” এর ম্যানুয়াল, Getting Started with Ubuntu 10.04 . ধন্যবাদ এই ম্যানুয়ালটি উপহার দেবার জন্য উবুন্টু ম্যানুয়াল টিমকে। আজাইরা প্যাচাল। উবন্টু বিষয়ক আরো কিছু আজাইরা প্যাচাল পেতে পারেন হিমেলের ছোট্ট ঘরে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।