আমাদের কথা খুঁজে নিন

   

আহা...সবুজ বাতি

জানি এখন তোমার ঘরে একলা জীবন গুমরে মরে বিপন্নতায়.. জানি তোমার মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের দৃশ্যমুখর অস্থিরতায়.. তবুও যদি একটি বারো দু'চোখ মিলে দেখতে পার.. পাখির ডানায় আকাশ জলের ছবি.. তখন বুঝবে তোমার হাতেই আছে এই পৃথিবীর চাবি.. সাথেই রেখো এটাই আমার দাবী

আঁধার, তাপদাহ, অগুণতি নি:শ্বাসের গুমোট অস্বস্তি শ্রবণেন্দ্রিয়ের সহ্যসীমার সর্বশেষ বিন্দুতে আঘাত করা তীব্র যতসব বিচিত্র আওয়াজ শহুরে পথচলায় লাল বাতির তীক্ষ্ণ চাহনিতে থমকে যাওয়া সব মানববাহী দানেবের আর্তচিৎকার যখন অনুভূতির গহীনতম অন্তরালে ক্লান্তিহীন চাবুক চালায়, করে ক্ষতবিক্ষত শহুরে যাপিত জীবনের গ্লানিতে অসাঢ় হয়ে যেতে থাকা বোধি সৃষ্টিশীলতার মূলে যখন কুঠারাঘাতে উদ্যত ঠিক তখনই আমার ডিজিটাল লেখার খাতায় হঠাৎ দেখি সবুজ বাতি!! আহ্‌.......অবশেষে.... বাঁধ ভাঙ্গার বিপুল এ যজ্ঞে আমার আপাত: নি:শর্ত স্বাধীনতায় অক্ষমতায় আত্নসমর্পণ একটু না হয় বিলম্বিতই হোক......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।