আমাদের কথা খুঁজে নিন

   

কুপায়া ভাঁজ কইরা যান

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

প্রতিবার ছুটিতে বাসায় যাওয়ার সময় আমি মুসিবতে পড়ে যাই। বাড়ি যাওয়া মানে ব্যাগ গোছানো, আর ব্যাগ গোছানো মানে জামা-কাপড় গুছিয়ে ব্যাগ ভর্তি করা। এইখানেই কবি নীরব। সাধ্যের ভেতর প্রায় সব কাজ মোটামুটি নিজে করতে পারলেও কেন যেন কাপড় গোছানোটা আমার দ্বারা হয় না। কিন্তু একদিন ইউটু'তে মুশকিল আসান পেয়ে গেলাম। পদ্ধতিটাও খুবই সহজ। আমার মত কিছু অকালকুষ্মাণ্ডের জন্য যারা এখনো শার্ট/ টি- শার্ট নিজে ভাঁজ করতে পারেন না: ঝড়ের গতিতে (মাত্র ২ সেকেণ্ড) কাপড় ভাঁজ করা শিখুন- যারা জাপানীজ যানেন, তারা এটিও দেখতে পারেন-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।