আমাদের কথা খুঁজে নিন

   

আসেন ডিজিটাল উপায়ে ঘরে বসেই অতি সহজে মোমবাতি বানাই.........সামনে মোমবাতি ব্যাবসার সুদিন....

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।

সামনে ইন্টার পরীক্ষা। দেশে চলছে ভয়াবহ বিদ্যুৎ সমস্যা। অল্প পুজিতেই ডিজিটাল বড়লোক হতে চাইলে আসেন মোমবাতি ব্যাবসায় নেমে পরি। মোমবাতি কি ও ইহা কয় প্রকার? মোমবাতি অন্ধকারে আলোক সরবরাহকারী একটি বস্তু যা দেখতে লম্বাকীতির হয়ে থাকে। মোমবাতি দুই প্রকারের হয। যেমন: ১. নিত্যদিনের ব্যবহার্য সাধারন মোমবাতি ২. ঘর সাজানোর জন্য রঙীন কারুমোম মোমবাতি কি কি উপাদান দিয়ে তরি করতে হবে ও উপাদানগুলো কোথায় পাওয়া যাবে: ১. সাদা মোম বা প্যারাফিন ২. ইস্টিয়ারিক এসিড ৩. সুতি ৫. সয়াবিন তেল ৬. প্যাকেট কাগজ কিনে নিজেরা তৈরি করে নেওয়া যায় ৭. লেবেল (যদি লাগে) প্রেস থেকে ছাপাতে হবে ৮. আঠা এইগুলো ক্যামিকেলের দোকানে পাবেন। পুরা প্রনালী জানতে লগইন করেন- http://www.ruralinfobd.com/candle/index.htm

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.