আমাদের কথা খুঁজে নিন

   

আট বছরে বউয়ের অর্ধেক পাইছি

my country creat me a ginipig

আজ থেকে প্রায় আট বছর আগের কথা। হঠাৎ একদিন মনে হলো- আই এম ইন লাভ। অন্যদের কথা কি আর বলব, নিজের কাছেই বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। তারপরও একদিন আমাকে এটা মানতে বাধ্য হতে হলো যে হ্যাঁ আমিও সত্যিই একজনের প্রেমে পড়েছি। কিন্তু সেটা কিভাবে প্রকাশ করব বুঝতে পারছিলাম না।

কারণ আহাম্মক হিসেবে আমার যথেষ্ট খ্যাতি আছে। আর এটা শিক্ষকরা আবিষ্কার করার আগেই বাবা আবিষ্কার করে ফেলেছিলেন। এ ক্ষেত্রেও আহাম্মকিটা দূর করতে পারলাম না। তাই যার কথা তাকে না বলে তার মাকে বলে দিলাম। ফল হলো সম্পূর্ণ উল্টো।

খোঁজ খবর নিয়ে জানা গেল বিবি রাজি না। শুধু তাই না, তিনি জনমের মত আড়ি দিয়ে বললেন আর কোন দিন আমার মুখ দেখতেও চান না। আমিও অবস্থা বেগতিক দেখে তার কথাই মেনে নিলাম। কিন্তু মন থেকে মুছতে পারলাম না। নিয়তির উপর বিশ্বাস খুব একটা ছিল না।

তারপরও দেখলাম অনিচ্ছা স্বত্বেও সেই নিয়তিই দু'জনকে বারবার কেন জানি একসাথে এনে দাঁড় করিয়ে দিতে লাগল। দুই জনের মধ্যে শত শত মাইলের পথের দূরত্ব্ ছাড়াও ছিল বিশাল মানসিক দূরত্ব। তারপরও কেন জানি সে একের পর এক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে লাগল। এটা দেখে তার অভিভাকরা ভাবলেন কারো প্রতি হয়ত ভাল লাগা আছে। তাই অন্য কোন প্রস্তাব মেনে নিতে পারছে না।

কিন্তু নানা অনুসন্ধানের পরও আবিষ্কার করা গেল না যে এই অপেক্ষাটা কার জন্য। শেষে কিছুদিন আগে অভিভাবকরা চিন্তা করলেন যে করেই হোক এবার জোর করে হলেও বিয়ে দিবেন। পাত্র ঠিক হলো, কনে দেখাও শেষ। শুধু কবুল বলার অপেক্ষায় উভয় পক্ষ। এমন সময় কনে বেঁকে বসলেন।

কি মনে করে যেন ওর মা আবার আমার কথা ভাবলেন। ফোন করে বললেন একবার দেখা করতে এসো। আমি আর সময় করতে পারি না। তাই যাওয়াও হয় না। এভাবেই কেটে গেল কয়েক মাস।

তার পর হঠাৎ একদিন গিয়ে হাজির হলাম। তাদের বাড়ির ঘটনা প্রবাহ আমার জানাই ছিল। কিন্তু গত আট বছরে যেহেতু তার মুখ থেকে একবারের জন্যও আমার জন্য পজেটিভ একটি কথাও শুনিনি তাই নিজেকে নিয়ে খুব বেশি ভাবনা ছিল না। আন্টি কিছু ঘটনা বলে বললেন, তুমি একটু ওর সাথে কথা বল। আমার তখন ত্রাহি ত্রাহি অবস্থা।

যাকে আট বছর ধরে আপন করে চেয়েছি কিন্তু কোন সাড়া পাইনি আজ তার সাথে কি কথা বলব। সাহস করে বলেই ফেললাম। কথা বলে যা বুঝলাম তার মানে হলো- আমার জন্য ভালবাসা তো দূরেরর কথা একদম সহ্য করতে পারে না। কিন্তু তারপরও আমি রাজি থাকলে নাকি আমাকেই বিয়ে করতে চায়!!!! কিন্তু আমি যে শুধু বউ চাই না। প্রেমিকাও চাই।

এর উত্তরে শুধু বলল- এক সাথে নাকি সব পাওয়া যায় না। কি জানি হয়ত এটাই ঠিক। আহাম্মক হওয়ার কারণে হয়ত বুঝতে পারছি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।