আমাদের কথা খুঁজে নিন

   

নদী তীরে

নদী তীরে কেউ নেই আকাশের গাঙচিল মাছরাঙা পাখি নেমে গেছে জলে, দুপুর বেলা গ্রামের ধানের ক্ষেত স্নিগ্ধ নিরবতা কিশোরী শুধু এল একা শিমুল ফুলের গ্রাম ঠোঁট দুটো রক্তজবা। নির্জন বিকালে সবুজ ধান ক্ষেতের ধারে-শালিক উড়ে বিলের শান্ত জলে ভাসে শাপলা ওপারে কৃষানি মেয়ের নাকের নোলক হারিয়ে খুঁজতে এসে ভাসে দুই চোখ-নির্জন বিকালে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।