আমাদের কথা খুঁজে নিন

   

@মডারেটর...বেশী কথা বলতে ভাল্লাগছে না..অমি রহমান পিয়ালের ব্যান চাই।

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

প্রিয় মডারেটর, প্রথমে দুটো পয়েন্ট ধরি। ১. প্রথম পাতায় রঙমাখা একটা ব্যানার..যুদ্ধাপরাধীর বিচার চাই। ২. আপনাদের নীতিমালার একটা ধারা... ৩ঞ. বাংলাদেশ অথবা যে কোন স্বীকৃত জাতি বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, ধর্ম বিষয়ক সত্যকে অস্বীকার করে, বিরুদ্ধাচারণ করে, অসম্মান করে অথবা সত্যের অপলাপ বা অর্থহীন পোস্ট মুছে ফেলা হতে পারে এবং ব্লগারের ব্লগিং সুবিধা সাময়িক অথবা স্থায়ীভাবে স্থগিত কিংবা বাতিল করা হতে পারে । আদালতে প্রমাণ করতে হবে আইনের সুশাসনের প্রয়োজনে,কিন্তু আমরা সবাই জানি কারা যুদ্ধাপরাধী। এদেশ টার প্রতি একটা টান আছে বলেই..আমরা যুদ্ধাপরাধের বিচার দাবিতে একাট্টা।

ব্লগের এই ব্যানার টা আমাদের জন্য সাহসের,সহযোদ্ধার মত। আবার নীতিমালার এই অংশটুকু আমাদের আশ্বাস দেয় যে এই ব্লগে কেউ এই সোনার বাংলাদেশ টার স্বাধীনতা সার্বভৌমত্ব কে কটাক্ষ করতে পারবে না। কিন্তু প্রতিদিনের পোস্ট গুলো দেখে মনে হয় না,মডারেশান প্যানেল নিজেরাই এই নীতিমালা মনে রাখে কিংবা আসলেই যুদ্ধাপরাধীর বিচার চায়। বিশেষ একটি যুদ্ধাপরাধী দলের পক্ষে এবং চিহ্ণিত রাজাকারদের সাপোর্ট করে একের পর এক পোস্ট এসে ভরে যায় প্রথম পাতা। আমরা অবাক হয়ে দেখি মডারেটর রা কি নির্বাক! যে কাজ টা মডারেশান প্যানেলের করার কথা,সেই কাজ টা করে যাচ্ছেন কয়েকজন ব্লগার যাদের মধ্যে একজন অমি রহমান পিয়াল।

আমি নতুন ব্লগার। পুরোনো কিছু পোস্ট পড়ার সুবাদে ভালো করেই জানি এই ব্লগ টা কি ক্রান্তিকাল পাড়ি দিয়ে এসেছে। যারা ঐ সময়ে ব্লগ কে আগলে রেখেছিলো,তাদেরই একজন পিয়াল। কিন্তু তার মূল সাফল্য,বিশাল একটা সমৃদ্ধ আর্কাইভ করে তুলেছেন নিজের পাতা টা। মুক্তিযুদ্ধের আর্কাইভ।

অথচ আজ তার লেখা মোছা হয়,অভিমানে তার চলে যাওয়ার ডিসিশানে দু চার মাস বয়সী নিকের উল্লাস দেখতে হয়। যাক চলে অমি রহমান পিয়াল। একদিন হয়ত যুদ্ধাপরাধের বিচার চেয়ে কেউ পোস্ট দেবে না। ব্যান করে দেয়া হোক পিয়াল কে। আমরা বুঝে নেব,সামহ্যোয়ার আর কিছুই নয়,আরেক টা আইডি বাংলা ফোরাম।

শুধু অনুরোধ,মুছে দিন ঐ নীতিমালা,সরিয়ে ফেলুন এই ব্যানার। যেখানে শ্বাপদ আর দেশদ্রোহীদের নগ্ননৃত্য চলে আর তার প্রতিবাদ করতে গিয়ে বারবার থামতে বাধ্য হয় প্রতিবাদী স্বর,সেখানে এই ব্যানার শোভা পায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।