আমাদের কথা খুঁজে নিন

   

ই- জি ডি সিস্টেম

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

প্রয়োজনের তাগিদে অথা`ৎ পাসপোট` বা আই ডি কাড` হারিয়ে যাওয়া বা বিদেশে যাওয়ার ব্যাপারে বা কোন রকম হয়রানীর স্বীকার হলে অথবা অন্যান্য বিভিন্ন কাজে বিভিন্ন সময় জি ডি করতে হয়। বাংলাদেশে থানায় জি ডি বা সাধারন ডায়েরী করতে গিয়ে ঝামেলা হয়নি এমন রেকড` কমই আছে। তাছাড়া পুলিশের কক`শ ব্যবহার। সাধারন একটি জি ডি কারা জন্য ঘন্টার পড় ঘন্টা দাড়িয়ে থাকাও কম ঝামেলা নয়। বত`মানে বাংলাদেশে ইন্টারনেট জি ডি সিস্টেম চালু হতে যাচ্ছে।

যাকে বলে ই - জি ডি । এখন আর থানায় ৫০০ টাকা ফি দিয়ে জি ডি করতে হবে না। শুধু মাত্র বাসায় বা সাইবার ক্যাফে থেকে একটি ই-মেইল করে দিলেই হবে। তবে প্রথম বাংলাদেশে উত্তরা থানায় শুরু হবে। এটি অবশ্য দেশের মানুষের জন্য একটি ভাল সংবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।