আমাদের কথা খুঁজে নিন

   

একা একা ভালোবেসে যাওয়া

তোমার অপেক্ষাতে...

কি করছো তুমি নিরুপমা? পৌষের এই মাঝ রাতে? যখন গাছের পাতায় একটু একটু করে জমছে শিশির কনা... যখন ঐ ডুবে থাকা নৌকার গলুই বসে আছে, শেষ রাতের জেগে থাকা চাঁদের প্রতিক্ষায়... আর বাঁশ ঝারে চলছে উত্তরে হাওয়ার খেলা... জানিনা,হয়ত এখন প্রিয় কোন গানের ডুবে আছো, হয়ত স্মৃতির ডাইরি ঘেঁটে আনমনে হারিয়ে যাচ্ছো বারে বারে... অথবা ক্লান্ত কি ঘুম... তখন এই মন খারাপ করা কোয়াশার চাদরে ঢাকা রাতে, তোমার নিখাদ ভালোবাসার দুরন্ত মেঠো পথে, তুমি কি টের পাচ্ছো নিরুপমা? সব কিছু ছেড়ে আমি ছুটে চলছি, আমার ভালোবাসার কাছে যাচ্ছি... তোমার কাছে যাচ্ছি... একা একা ভালোবেসে যাওয়া এই আমিতো, তোমার জোছনায় ভিজে ভিজে হাতের কাছে যমুনা রেখে এতকাল ঘুরেছি কোথায় না কোথায় অনিচ্ছের মরুভুমিতে... অথচ তোমার কোলে মুখ গুঁজলেই ছিল লক্ষ যমুনা... ভালোবাসবে তো আমায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।