আমাদের কথা খুঁজে নিন

   

রক্তো স্নানে



রক্তো স্নানে মোঃ মোস্তাফিজুর রহমান যদি তোর কাছে যেতে পারতাম, ঠিক আগের মতোন করে, বলতাম কথা চুপিসারে নিরবে-নিভৃতে, তাকিয়ে থাকতাম তোর চোখের দিকে তোরই কোলে মাথা রেখে, তুই শুনতি কথা চুপ্টি করে আর আমার মাথায় হাত বুলাতি চোখে চোখে বলতি অজানা অনেক কথা ঠোটে স্ফিতো হাসি আর চোখ টলমল। হয়তো কখোনো বা হাতটি বুকের ঠিক বাম দিকে অনুভব করার অদম্য চেষ্টায়, আমার হৃদপিন্ডে বেজে উঠা হাজারো দামামা। আবারও হাসতি তুই হাসিতেই ঝরাতি আমার বুকের রক্ত, ঝরে পরতো তোর চোখ বেয়ে আমারই চোখের কোনায়, মুছে দিতে দিতে বলতি কি করে, এই ছেলে তুই কাদছিস কেন? এইতো আমি, তোর হৃদপিন্ডের রক্তো স্নানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.