আমাদের কথা খুঁজে নিন

   

** love না ক্ষতি **



ভাবতে পারি, বলতে পারি, শিখতে পারি আমি ভালোবাসা কী হঠাৎ করেই হয়ে যায় খুব দামী? আচ্ছা! তুমি তো আমার বন্ধু ছিলে, হঠাৎ প্রেম হয়ে গেলে কবে? আজ জীবন শুধু তুমি-তুমি করে, আমার ভাবতে অবাক লাগে। ইচ্ছে করে জানতে তোমায়, তোমার নিজের থেকেও বেশী.. হালকা কাজল, উফঃ কী পাগল তোমার মন কাদানো হাসি । যখন আমার পাশে তুমি থাকো চুপটি করে বসে.... তোমার রঙীন কথা, হালকা চাওয়া আমার দিকেই আসে । ইচ্ছে করে, রাত-দিনে'তে তোমার স্বপ্ন দেখে যাই..... অসতিত্ত্বকে মানতে হলে, তোমায় ভালোবাসতে চাই । আজ বেশ কিছু দিন হলো, কেমন জানো বদলে গেছি আমি.... প্রেমের ছোয়ায়, হালকা ধোয়ায় হাসে অন্তরজামি ।

তোমার কাছে আসা, পাশে বসা আর সেই প্রথম কথা বলা.... বুঝিনি সেদিন, ভাবিনি আমি হবো প্রেমের ফেরিওয়ালা । রঙীন স্বপন, জীবন কখোন তোমার পথগামী..... আমার হৃদয় মাখা ভালোবাসা আর আল্হাদে আটখানি । অন্ধ পথে তুমি আলো দিলে আর আর আমায় দিলে আশা.... আমার স্বপ্ন গুলি সত্যি হলে... এটি সত্যি ভালোবাসা...... নয়--নি রা শা । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।