আমাদের কথা খুঁজে নিন

   

পদচিহ্ন বৃত্তান্ত, প্রিয় বন্ধুদের প্রতি

যে বেসেছে ঝর্ণা ভালো, যে বেসেছে ঝিনুক। তার হাতে আয়ু রেখায় ভীষন রকম অসুখ। ।

এখানে লিখে রেখো পদচিহ্ন কিছু। ছুটে চলা বনমোরগের এক বিকেলের গল্প।

লিখে রেখো শ্বাপদ তাড়া পর মোহন বাঁশিতে ঘনরাত্রি ভাটিয়ালী জলস্বর মত্ত রাখালের কথা। তাঁকে ঘিরেছিলো একশ জোনাক। একশ দেউটি জ্বলেছিলো সাততারা ভীড়ে, আলো লিখে রেখো তবে জোৎস্না আর জোনাক মিতালীর। জানি, নদীপাড় বড্ড অভিমানী। বুকে ধরা নদীপাড় সমুদয় কাশবন গন্ধ নিয়ে।

আমাদের ছিল অগ্রহায়নের মেলা; ছিল স্বল্পআয়ুধ স্বর্নলতা সংসার। আমাদের দেখাদেখিকাল শুরু মধ্যাহ্নছায়াতলে; যে ঋতু ভবিষ্যের ধারাপাত আঁকে; যে বৃক্ষ বাকলে নিয়েছে ধরে ঘুনপোকাবসত; সে জানে কত ধুয়ে গেলে শেকড়ে বিষাদ ঠেকে এসে, মানুষ বড় দু্ঃখ পোষা... ভোলেনা, ভুলিনি বান্ধব... ২৬/০৩/২০১০ (ছবিটি ইন্টারনেট হতে সংগৃহীত the lesson by Pablo Picaso)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।