আমাদের কথা খুঁজে নিন

   

আজ প্রিয় দুই ব্লগারের জন্মদিন। শুভ জন্মদিন রাগিব ভাই ও মাসুম ভাই

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

২৭ মার্চ। ব্লগের দুইজন প্রিয় ব্লগারের জন্মদিন। রাগিব ভাই। ও শওকত হোসেন মাসুম ভাই। দুজনেই ব্লগে আগের মতো নিয়মিত না।

হয়তো পেশাগত জীবন নিয়ে ব্যস্ত। বাংলা ব্লগের আজকের এই বিকাশে প্রিয় এই দুইজন ব্লগারের অবদান অনেক। জন্মদিনের শুভেচ্ছা তাঁদের। বাংলা ভাষা রাগিব ভাইকে অবশ্য এখন ড. রাগিব ভাই বলা উচিত। বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে।

উইকিপিডিয়া বাংলা এবং ইংরেজির এডমিন হিসেবে কাজ করছেন। সেইসঙ্গে বাংলা উইকির একমাত্র ব্যুরোক্র্যাট হিসেবে দায়িত্ব পালন করছেন। রাগিব ভাই উনার প্রোফাইলে লিখেছেন- "নতুন প্রজন্মের জন্য পৃথিবীর সব জ্ঞান সহজলভ্য করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়া প্রকল্পে কাজ করছি, সেই সাথে ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে আমার প্রিয় জন্মভূমিকেও তুলে ধরার চেষ্টা করে চলেছি। বাংলাদেশের কাছে আমার অজস্র ঋণ, সারা জীবনের প্রচেষ্টাতেও তা শেষ হবে না কোনোদিনও। " এই রাগিব ভাইয়ের কাছে তাই অনেক অনেক কিছুই প্রত্যাশা করি।

রাগিব ভাইয়ের প্রতি জন্মদিন উপহার হিসেবে ব্লগারদের বাংলা উইকিপিডিয়ায় লেখার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন রাগিব ভাই। মাসুমের ব্লগ "আকাল-তবু স্বপ্ন থাকে বিরোধ-তবু স্বপ্ন থাকে ভাঙ্গন-তবু স্বপ্ন থাকে" অর্থনীতি বিষয়ক চমৎকার কিছু ব্লগ পোস্ট পড়ার সুযোগ পেয়েছি মাসুম ভাইয়ের কল্যানে। মুভি বিষয়ক পোস্টগুলো বেশ দরকারি।

আমি মূলত মাসুম ভাইয়ের মুভি বিষয়ক পোস্ট থেকে মুভির নাম লিস্ট করে সেগুলো দেখার চেষ্টা করি। মাসুম ভাই ব্লগে দারুন কিছু রম্য পোস্ট উপহার দিয়েছেন। অবিবাহিত ব্লগারদের বিয়ে বিষয়ক কমিটির দয়িত্বে ছিলেন তিনি। এখনও আছেন, তবে ঢিলেঢালাভাবে । এই বিষয়ে আরও সিরিয়াস হবেন তিনি, জন্মদিনে চাওয়া এই।

(ছোট ভাই ব্লগাররা এখনও অবিবাহিত ) জন্মদিনে মাসুম ভাইকে অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন শওকত হোসেন মাসুম ভাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।