আমাদের কথা খুঁজে নিন

   

বহুরূপী জীবন



জীবন সে তো বয়ে চলা এক নদীর মত, জীবন সে তো ক্ষণিকের ভেসে আসা জোয়ারের মত। জীবন সে তো ফিরে যাওয়া ভাটার মত, অথবা পৃথিবীর বুকে সে কিছুক্ষণ। জীবন, সে তো হাসি কান্নার গভীর বন্ধন । জীবন সে তো আশায় বেঁচে থাকা এক বুক স্বপ্নের সাগর জীবন সে তো নিমেষেই ধসে যাওয়া বালুর বাধের মতন, জীবন তোমাকে কেউ যত্ন করে সাজায় আপন করে, তোমার প্রতি কেউ বিতৃষ্ণা হয়ে ঠেলে দেয় নিষ্ঠুর কারাগারে । জীবন সে তো হতাশায় ভেঙ্গে পড়া কঠিন মুহূর্ত কখনও তুমি আবেগে ছুটে চলা এক উত্তাল ক্ষণ জীবন তুমি তো বহুরূপী মনের বহুরূপী উপখ্যান । ধুসর স্বপ্ন .................. ------------------------------০০০------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।