আমাদের কথা খুঁজে নিন

   

আসলেই কী জর্জবুশ তার হাতের ময়লা ক্লিনটনের গায়ের সার্ট দিয়ে পরিস্কার করেছিল!?



সম্প্রতি যুক্তরাস্ট্রের সবেক দুই প্রেসিডেন্টের হাইতির ভুমিকম্পে ক্ষতিগ্রস্হ দূর্গতএলাকা পরিদর্শনকালীন ভিডিও চিত্রটি নতুন করে বিশ্বের প্রধান গনমাধ্যমগুলোর শিরোনামে চলে এসেছে। ভিডিওতে দেখা যায় হাইতির একটি দূর্গতএলকা পরিদর্শন করার সময় ভূমিকম্পে আহত এক হাইতিয়ানের সাথে করমর্দন করেন জর্জ বুশ। করমর্দন শেষে তার হাতে ময়লা অনুভব করায় জর্জ বুশ অতি সূক্ষ্ণভাবে তার পাশে থাকা বিল ক্লিনটনের পিঠে হাত রেখে দ্রুততার সাথে সার্টের মাধ্যমে তার হাত পরিস্কার করে ফেলেন। অত্যান্ত সূচারু অঙ্গভঙ্গি ও বেশ চালাকির সাথে তার এই হাত সাফাই উপস্হিত ব্যা্ক্তিবর্গের চোখ ফাঁকি দিতে পারলেও মিডিয়ার ক্যামেরাকে ফাঁকি দিতে পারে নাই। যুক্তরাস্ট্রের পাবলিক রেডিও "এন পি আর " জর্জবুশের ময়লা হাত পরিস্কার করার ধরনকে সূক্ষ্ণ হাতের কাজ বলে অভিহিত করে।এই প্রসঙ্গে বলা হয়, জর্জ বুশ এমন একটি দূর্গতএলাকায় আহতদের মাঝে ছিলেন যেখানে তার হাত পরিস্কারের ব্যবস্হা করা অসম্ভব ছিল। অন্যের শরীরের কাপর দিয়ে ময়লা পরিস্কার করার স্বভাব বুশের নতুন কিছু নয় । এর আগেও তিনি এ ধরনের কাজ জনসমক্ষে করেছিলেন ।গত বছরে ওয়েব থিঙ্ক প্রোগ্রেস অরগ্যানাইজেশন নামক মিডিয়ার ধারনকৃত ভিডিওতে দেখা যায় একটি অনুষ্ঠানে জ্যাকেট পরিহিতা ভদ্রমহিলার জ্যাকেটের কাপর দিয়ে বুশ তার সানগ্লাসের ময়লা পরিস্কার করছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।