আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বাধীনতা দিবসের কবিতা . . .

সবাই বলে আমি নাকি অনেক সুখি মানুষ. . .
চেয়ে দেখ ঐ সূর্যটাকে. . হে, ঐ লাল সূর্যটাই নেমেছিল সে একাত্তুরে বাঙলা মায়ের বুকে। একাত্তুরের রাত্র এবং দিনের পরে সবাই বুঝে ছিল বাঙালি মানুষের যে জীবন একটাই, ভেবে ছিল তারা জীবন যদি চলে যায় মোর মাতৃভূমির তরে. . . মরেও যে মোরা বেঁচে রব মোর মাতৃভূমির পরে। এক হাতে তারা মুঠ করিল সোনার বাংলার স্বপন, গগন জুড়িয়া ভাষিয়া উঠিল 'জয় বাংলা' তখন। জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে নাম লিখিয়েও যে তারা হাড়িয়ে গেল বাঙলার বুকে আজ। স্বাধীন হয়েও এ বাঙলা তাই পরাধীন রয়ে গেল. . . বাঙলার বুকে মানুষরাকি আর কাঁন পেতে কখনো শোনে, বাঙলা মায়ের হাহাকার আজ ভেষে উঠে থেমে থেমে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.