আমাদের কথা খুঁজে নিন

   

ফের নির্বাচিত হলে ১ এমবি সংযোগ ২০০ টাকায়

কোনো বিরুদ্ধ মত বা বক্তব্যের প্রতিক্রিয়ায় মেধা ও যুক্তিতে দূর্বল ব্যক্তিরাই প্রত্যক্ষ কিংব পরোক্ষভাবে দৈহিক শক্তি ব্যবহার করে।

মূল খবর অবশ্যই এটি প্রসংশনীয় ব্যপার। আশাকরি জনগন আপনাকে তথা আপনার সরকারকে সুযোগ দিবে এটি বাস্তবায়ন করতে । তবে অবশ্যই তা যেন আগামী পাঁচ বছর পর হয়। কারণ আরও একটু পরিকল্পনার প্রয়োজন আছে।

আমার ধারনা আগামী এনালগ সরকার (বিএনপি এবং ওদের সাঙ্গপাঙ্গরা) পূর্বের পাপের প্রায়চিত্ত করতে গিয়ে আচমকা কিছু ভেল্কিবাজী টাইপের কিছু একটা করে বসবে। যেমন ধরুন আপনার ঝোলানো মূলাটা ওরাই পাবলিককে খাইয়ে দিল। বলাতো যায়না সব সম্ভবের দেশ আমার সোনার বাংলাদেশ। মূল কথায় আসি, আসলে সময়ের কথা এই জন্যই বলছি, কারণ তাড়াহুড়ো করে কিছু করা ভালো নয়। আপনার ডিজিটাল সরকার পাঁচ বছরে ইন্টারনেট এর খরছ পাঁচ পয়সা কমাতে পারেনি।

আমি ভোক্তা পর্যায়ের কথা বলছি, আপনার সরকার ব্যাবসায়ীদের জন্য ৯৪% দাম কমিয়েছে সেটা আমরা জানি। হাজার হোক ব্যাবসায়ীদেরইতো সরকার। নির্বচানের জন্যতো ওদের কাছেই যেতে হবে। ওরাতো আর আমাদের মত ম্যাঙ্গোপিপলস্ না যে মূলাতে সন্তুষ্ট হবে। ওদেরকে নগদেই দিতে হয়।

যেমন আবুলদেরকে পদ্মা সেতু, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, হলমার্ক, ইত্যাদি ইত্যাদি। সেই সরকার নির্বাচনের পাঁচ দিন আগে হঠাৎ নতুন প্যাকেজ নিয়ে আসাটা কিছুটা বিষ্ময়কর বৌকি। তবে অস্বাভাবিক না। এটা আমারা আগেও দেখেছি সামনে আরও দেখবো। শুধু বলছিলাম সময়ের কথা।

এই সময় জানেনতো বড়ই বিচিত্র জিনিস। অবশ্যই এটি প্রসংশনীয় ব্যপার। আশাকরি জনগন আপনাকে তথা আপনার সরকারকে সুযোগ দিবে এটি বাস্তবায়ন করতে । তবে অবশ্যই তা যেন আগামী পাঁচ বছর পর হয়। কারণ আরও একটু পরিকল্পনার প্রয়োজন আছে।

আমার ধারনা আগামী এনালগ সরকার (বিএনপি এবং ওদের সাঙ্গপাঙ্গরা) পূর্বের পাপের প্রায়চিত্ত করতে গিয়ে আচমকা কিছু ভেল্কিবাজী টাইপের কিছু একটা করে বসবে। যেমন ধরুন আপনার ঝোলানো মূলাটা ওরাই পাবলিককে খাইয়ে দিল। বলাতো যায়না সব সম্ভবের দেশ আমার সোনার বাংলাদেশ। মূল কথায় আসি, আসলে সময়ের কথা এই জন্যই বলছি, কারণ তাড়াহুড়ো করে কিছু করা ভালো নয়। আপনার ডিজিটাল সরকার পাঁচ বছরে ইন্টারনেট এর খরছ পাঁচ পয়সা কমাতে পারেনি।

আমি ভোক্তা পর্যায়ের কথা বলছি, আপনার সরকার ব্যাবসায়ীদের জন্য ৯৪% দাম কমিয়েছে সেটা আমরা জানি। হাজার হোক ব্যাবসায়ীদেরইতো সরকার। নির্বচানের জন্যতো ওদের কাছেই যেতে হবে। ওরাতো আর আমাদের মত ম্যাঙ্গোপিপলস্ না যে মূলাতে সন্তুষ্ট হবে। ওদেরকে নগদেই দিতে হয়।

যেমন আবুলদেরকে পদ্মা সেতু, ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, হলমার্ক, ইত্যাদি ইত্যাদি। সেই সরকার নির্বাচনের পাঁচ দিন আগে হঠাৎ নতুন প্যাকেজ নিয়ে আসাটা কিছুটা বিষ্ময়কর বৌকি। তবে অস্বাভাবিক না। এটা আমারা আগেও দেখেছি সামনে আরও দেখবো। শুধু বলছিলাম সময়ের কথা।

এই সময় জানেনতো বড়ই বিচিত্র জিনিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।