আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংককে না বলে দিল বাংলাদেশ। শাবাস বাংলাদেশ!



খবরটা শুনে মনটা অনেক ভালো হয়ে গেলো। বাংলাদেশ আইএমএফ-কে আজ জানিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে বাংলাদেশের আর ঋন দরকার নেই। আইএমএফ আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তিনটি প্রস্তাব দিয়ে ১৮০০ কোটি টাকা ঋন দেওয়ার কথা বলেছিল। কিন্তু আমাদের সাহসী গভর্নর সোজা জানিয়ে দিয়েছেন-বাংলাদেশ এখন আর ঋন নেবে না। কারণ-দেশের অর্থনীতি এখন অনেক ভালো।

বৈদেশিক মুদ্রার রিজার্ভও সন্তোষনজনক। শাবাস বাংলাদেশ। ২৬ মার্চের আগে এমন একটি সংবাদ আসলেই মন ভালো করে দেয়। যেই বাংলাদেশ বিদেশি সাহায্য নেওয়ার জন্য বসে থাকতো, যখন গর্ভনররা আইএমএফ-বিশ্বব্যাংককে জ্বি স্যার বলতে বলতে ব্যাস্ত থাকতো-সেখানে এখন গর্ভনর সোজা সাপ্টা বলে দিতে পারেন-আমাদের ঋন লাগবে না। এর পেছনে আছে ৬০ লাখ প্রবাসীর ঘামের টাকা।

তাদের পাঠানো সত্তর হাজার কোটি টাকা এখন বাংলাদেশ ব্যাংককে এবং সর্বোপরি বাংলাদেশকে শক্ত একটা ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। শাবাস প্রবাসী ভাইয়েরা। শাবাস বাংলাদেশ। লাল সালাম সবাইকে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।