আমাদের কথা খুঁজে নিন

   

এক দেশে দুই আইন: র‌্যাংকসটেলের তেল ব্যাবসায়ী রউফ জামিন পায় আর ঢাকা ফোনের হায়াতুজ্জামান জামিন পান না।

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।
আজকের প্রথম আলোর অনলাইন এডিশনে দেখলাম ঢাকাফোনের চেয়ারম্যান ও এমডির জামিন নামঞ্জুর করেছে আদালত। ভালো কথা আদালত যা করেছে ঠিক করেছে। কারন ওরা অপরাধী। কিন্তু ঠিক ১ দিন আগে একই ধরনের মামলায় তিন মাসের জামিন পান চেয়্যারম্যান রউফ চৌং সহ র‌্যাংকসটেলের ৯ কর্মকর্তা। এই সেই রউফ চৌং যিনি মানুষকে জিম্মি করে জরুরী অবস্থা এবং বিএনপির সময় তেলের দাম বাড়িয়ে নাভিশ্বাস তুলেছিলেন। উনাকে তেল সিন্ডিকেটের প্রদান হিসাবে ধরা হয়। উনার মতো লোক জামিন পায় কিন্টু শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ঢাকা ফোনের কর্মকর্তারা জামিন পান না। এমন ঘটনা সুবিচার প্রত্যাশী মানুষকে কি পরিমান হতাশ করে তার উপলব্দী করা সময়ের দাবী। তিন মাসের জামিন পেলেন র‌্যাংকসটেলের ৯ কর্মকর্তা ঢাকাফোনের চেয়ারম্যান ও এমডির জামিন নামঞ্জুর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।