আমাদের কথা খুঁজে নিন

   

ড্র করাও গেল না........(স্বপ্নের মৃত্যু)



তাহলে শেষ পর্যন্ত এই ফলাফল দেখতে হল। আবার সেই আগের দৃশ্যপট .......যা দেখার জন্য আমাদের সুতীব্র অপেক্ষা । আর কত বার এভাবে পরাজয়ের স্বাদ উপহার দিবে........। যদি তামিম ধের্য্য ধরে ব্যাটিং করে যেত........যদি মুশফিক প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারতো.......... যদি আম্পায়ার (ইংলিশ হারামি) আউটগুলো সঠিকভাবে বিবেচনা করতো....... যদি সাকিব সেঞ্চুরি করতে পারতো....... যদি লিডটা আরেকটু বড় করা যেত.........বোলিংটা ভালো করা .......যদি আর উইকেট...........যদি...............যদি................ এভাবে কত যদির উত্তর নেই....? কিছুই হলো না....... ইংল্যান্ড জিতবে আর বাংলাদেশ হারবে এটাই পূর্ব ঘোষিত-লিখিত অলিখিত নিয়ম ! শুধু একটা কিছু হবে এই দিবাস্বপ্নের আবদ্ধে আচ্ছন্ন থেকে পাঁচটি দিন অতিক্রান্ত হল। হল না কিছুই..... আর আমরা অতিঅতিথিপরায়ণ জাতি হিসেবে আসল কাজটা ঠিকই চালিয়ে যাচ্ছি....... আবার আসবেন হে কুক, পিটারসেন (একটি পরাজয়ের জন্য) শুভ বিদায়.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।