আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার পক্ষে ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন ও মইনের বিরুদ্ধে বি.এন.পির সাকা চৌধুরীর মামলা

কায়ছার

গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন কারাগারে বন্দী, তখন তাঁকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। আজ দুপুরে ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক মামলাটির শুনানি গ্রহণ করেন। পরে এ বিষয়ে আদেশ দেওয়া হবে। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী, ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আলী ও সাবেক আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল জাকির আহমেদ। মামলায় সাক্ষী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের উপনেতা সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, মহীউদ্দীন খান আলমগীর ও ওবায়দুল কাদেরকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।