আমাদের কথা খুঁজে নিন

   

২২ মার্চ বিশ্ব পানি দিবসে পানির জন্য আমার হাহাকার



গতকাল ২২ মার্চ ছিল বিশ্ব পানি দিবস। সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিত করাই এই দিনের মূল লক্ষ্য। গতকাল সকালে গুশ থেকে উঠে ফ্রেস হতে গিয়েই খাইরাম প্রথম ধাক্কা। কলে পানি নেই। রিজার্ভ পানি দিয়ে কোন রকম ফ্রেস হলাম, গোসল করতে পারলাম না, ভাবলাম অফিস থেকে ফিরে গোসল সেরে নিব।

অফিসে এসে ব্যস্ততায় পানির চিন্তা ভূলে গেলাম। সন্ধ্যায় বাসায় ফিরে ছুটলাম বাথরুমের উদ্দেশ্যে আমাকে এভাবে ছুটতে দেখে অপরাজিতা মিটি মিটি হাসছে, বাথরুমে ঢুকে কল ছেড়ে খাইলাম ধরা, গোসল আর করা হইল না। এই গরম তার উপর পানি নেই, নেই বিদ্যুৎ, গোসল ছাড়া অবস্থাটা বুঝুন। সারারাত অনেকবার কল চেক করলাম, শেষে বাড়িওয়ালাকে জানাতেই বলল ওয়াসার মূল লাইন নস্ট সব বাসায় একই অবস্থা। সারারাত পানি পেলাম না, পেলাম না আজ সকালে ও।

তাই অফিসে আসার সময় অতিরিক্ত কাপড় সাথে আনতে হলো এবং একটু সকাল সকাল অফিসে ঢুকে সেরে নিলাম গোসল আহ কি শান্তি! পানির অভাবে বাসায় আজ দুদিন জরুরী কাজগুলি ও সারতে পারছি না। এমার্জেন্সি রিজার্ভ (বালতি ও ড্রাম) শেষের পথে, কিন্তু জানি না কখন আবার আসবে পানি। পানি দিবসে পানি নিয়ে ভাবনা বোধ হয় অন্তহীনই চলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।